Alipurduar: বাংলার এই ছেলেটি চুরি করে শুধু মেয়েদের অন্তর্বাস, দেখুন ভিডিয়ো
Alipurduar: কয়েকদিন থেকে মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনা ঘটছে। কীভাবে চুরি হচ্ছে কেউ বুঝতে পারছিলেন না। কিন্তু একটি বাড়ির মালিক সিসিটিভিতে দেখতে পান, এক যুবক বাইকে চেপে এসে, অন্তর্বাস নিয়ে চলে যায়। এমন ঘটনা দেখে তিনি রীতিমতো তাজ্জব হয়ে যান।

আলিপুরদুয়ার: আজব চোর। আজব ঘটনা। সোনা দানা, টাকাপয়সা কিংবা জিনিসপত্র নয়। মহিলাদের অন্তর্বাস চুরি। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু, এমনই ঘটছে আলিপুরদুয়ার শহরে। মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে কয়েকদিন থেকে মহিলাদের অন্তর্বাস চুরির ঘটনা ঘটছে। কীভাবে চুরি হচ্ছে কেউ বুঝতে পারছিলেন না। কিন্তু একটি বাড়ির মালিক সিসিটিভিতে দেখতে পান, এক যুবক বাইকে চেপে এসে, অন্তর্বাস নিয়ে চলে যায়। এমন ঘটনা দেখে তিনি রীতিমতো তাজ্জব হয়ে যান। এরকম কয়েকদিন পর পর হতে থাকে। বৃহস্পতিবার রাতে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে চুরির কথা স্বীকার করে। কিন্তু কী কারণে চুরি করেছে, সেটা জানা যায়নি। ধৃত যুবকের নাম দেবার্ঘ্য দাস।
স্থানীয় মানুষজন ওই যুবককে ইলেকট্রিক পোলে বেঁধে মারধর করে বলে জানা গিয়েছে। খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিয়ে যায়। আলিপুরদুয়ার ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এইরকম আজব চুরির ঘটনায় আতঙ্কিত আলিপুরদুয়ার শহরের স্থানীয় মানুষজন। মহিলাদের অন্তর্বাস চুরির পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে চিন্তায় তাঁরা।
এই খবরটিও পড়ুন




খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আলিপুরদুয়ার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিবাকর পাল। তিনি বলেন, “কী কারণে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যাচ্ছে না। পুলিশ তাকে গ্রেফতার করেছে। মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। বড় কিছু হতে পারত। সকলকে সাবধান থাকতে হবে।”





