Deganga: সম্পত্তি লোভ! বাবাকে মারধর, দা দিয়ে কপালে আঘাত ছেলে-বৌ-এর
Deganga: আহত বৃদ্ধের নাম মহম্মদ আলি মণ্ডল। বয়স ৬৪। অভিযোগ, তাঁরই বড় ছেলে এই ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে, মহম্মদ আগেই সম্পত্তির ভাগ দিয়ে দিয়েছিল তাঁর পুত্রদের। কিন্তু অভিযোগ, বড় আরও বেশি সম্পত্তি তাঁর কাছ থেকে চেয়েছেন। সেই সম্পত্তি দিতে অস্বীকার করেন বাবা।

দেগঙ্গা: সম্পত্তির জন্য নিজের বাবাকে দা-য়ের কোপ। বৃদ্ধকে আছাড় মেরে ফেলে দিতেও দ্বিধাবোধ করল না ‘গুণধর’ পুত্র ও তাঁর বৌমা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে ওই বৃদ্ধ ভর্তি রয়েছেন হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার মুরারীডাঙা এলাকায়।
আহত বৃদ্ধের নাম মহম্মদ আলি মণ্ডল। বয়স ৬৪। অভিযোগ, তাঁরই বড় ছেলে এই ঘটনা ঘটিয়েছে। জানা গিয়েছে, মহম্মদ আগেই সম্পত্তির ভাগ দিয়ে দিয়েছিল তাঁর পুত্রদের। কিন্তু অভিযোগ, বড় আরও বেশি সম্পত্তি তাঁর কাছ থেকে চেয়েছেন। সেই সম্পত্তি দিতে অস্বীকার করেন বাবা। আর তা না দেওয়ায় সোমবার সকালে অভিযুক্ত ছেলে তাঁকে আছাড় মারে বলে দাবি। সঙ্গে বৌমা দা দিয়ে তাঁর কপালে আঘাত করেন বলে অভিযোগ।
আহত ব্যক্তি চিৎকার করেন। তড়িঘড়ি এলাকাবাসী জড়ো হন সেখানে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে। অভিযুক্ত ছেলে ও বৌমার শাস্তির দাবি জানিয়ে দেগঙ্গা থানায় দুজনের নামে লিখিত অভিযোগ করেন আক্রান্ত বৃদ্ধ। ওই বৃদ্ধের আর এক ছেলে জাহাঙ্গীর মোল্লা বলেন, “আমি মাঠে কাজে গিয়েছিলাম। বাবা একবার ডাক্তারখানায় গিয়েছিল। তারপর বাড়ি ফেরে। এরপর বড়দার সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি শুরু হয়। বাবা ওদের সম্পত্তি লিখে দেবে না বলাতে দা-এর কোপ মারে। কপাল কেটে যায়। আমার দাদা-বৌদি আমার বোনের সম্পত্তিও হাতাতে চাইছিল। ওদের শাস্তি চাই।”





