Calcutta High Court: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে শুভেন্দু, স্পেশাল বেঞ্চে শুনানি
Calcutta High Court: ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি। সরকারি বাস, সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৪ রাউন্ড গুলি চালায় বলে জানিয়েছেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম।

কলকাতা: ওয়াকফ আইনের বিরোধিতা করে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। বিশৃঙ্খলা সামলাতে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবারই বিকেল সাড়ে চারদে নাগাদ স্পেশাল বেঞ্চ বসছে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হবে।
ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি। ধুলিয়ান, সুতি, সামশেরগঞ্জ সহ একাধিক জায়গায় সংঘর্ষ হচ্ছে। সরকারি বাস, সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়। একদিনে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
সুতিতে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলিও চালায় বলে জানিয়েছেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। তিনি বলেন, “সুতিতে সুজার মোড়, সামশেরগঞ্জে ডাক বাংলো মোড়ে অশান্তি হয়েছে। রাস্তা অবরোধ হয়, পুলিশ হস্তক্ষেপ করে। তারপরই পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ অনেকক্ষণ থেকে সংযত ছিল। মিনিমাম থেকে ম্যাক্সিমাম ফোর্স প্রয়োগ করা হয়। লাঠি, গ্যাস সবরকম চালানো হয়। কিন্তু, জনতা আরও হিংসাত্মক হয়ে ওঠে।” তিনি আরও বলেন, “পাবলিক বাস থেকে, সরকারি সম্পত্তি সবকিছুতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিন ঘণ্টা এরকম চলার পরে মানুষের প্রাণ বাঁচাতে সুজার মোড়ে পুলিশ বাধ্য হয়ে চার রাউন্ড ফায়ারিং করে।”
অন্যদিকে, গুজবে কান না দেওয়ার কথা বলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। একই সুর জাভেদ শামিমের গলাতেও। বলছেন, “ভয়ঙ্করভাবে গুজব ছড়াতে থাকে। ভুল বোঝানো হচ্ছে। দুষ্কৃতী, সমাজবিরোধীরাই এটা করছেন।”
রাজ্য পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই পরিস্থিতিতে উত্তপ্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজই তাঁর আবেদনের শুনানি স্পেশাল বেঞ্চে। হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

