AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Actress Parno Mittra: ২০১৯-এ তিন গুণ আয়, কত সম্পত্তি মাধ্যমিক পাশ পার্নো মিত্রর?

Wealth of actress Parno Mittra: হলফনামায় পার্নো জানিয়েছিলেন, ২০১৮ সালের অক্টোবরে তিনি একটা পুরনো গাড়ি কেনেন। সেইসময় গাড়িটি ৩ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকায় কিনেছিলেন। ৭০ হাজার টাকা স্বর্ণালঙ্কার রয়েছে বলেও হলফনামায় জানান অভিনেত্রী।

Actress Parno Mittra: ২০১৯-এ তিন গুণ আয়, কত সম্পত্তি মাধ্যমিক পাশ পার্নো মিত্রর?
পার্নো মিত্রImage Credit: TV9 Bangla
| Updated on: Dec 26, 2025 | 3:33 PM
Share

কলকাতা: তিনি অভিনেত্রী। বছর ছয়েক আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। রাজ্য রাজনীতিতে ফের তাঁকে নিয়ে আলোচনা। কারণ, দল বদলে এবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। রাজ্য রাজনীতিতে আলোচনার মধ্যেই দেখে নেওয়া যাক অভিনেত্রী পার্নো মিত্রর সম্পত্তির পরিমাণ। একুশের বিধানসভা ভোটে নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন তিনি। হলফনামায় কী জানিয়েছিলেন?

পার্নোর সম্পত্তির পরিমাণ-

একুশের নির্বাচনে বরাহনগর আসনে বিজেপির হয়ে প্রার্থী হন তিনি। নিজের হলফনামায় সম্পত্তির পরিমাণ নিয়ে পার্নো জানিয়েছিলেন, হলফনামা জমা দেওয়ার সময় তাঁর হাতে ছিল নগদ ১৪ হাজার ৩৭৫ টাকা। বিভিন্ন ব্যাঙ্কে টাকা জমা ছিল তাঁর। একুশের হলফনামায় তিনি জানিয়েছিলেন, সেইসময় তাঁর ব্যাঙ্কে জমা ছিল মোট ৭ লক্ষ ৯৮ হাজার ৬৩৩ টাকা ৭২ পয়সা। একাধিক ইনস্যুরেন্স পলিসিতে তিনি ২ লক্ষ ৯ হাজার টাকা রেখেছিলেন।

হলফনামায় পার্নো জানিয়েছিলেন, ২০১৮ সালের অক্টোবরে তিনি একটা পুরনো গাড়ি কেনেন। সেইসময় গাড়িটি ৩ লক্ষ ৬৫ হাজার ২১০ টাকায় কিনেছিলেন। ৭০ হাজার টাকা স্বর্ণালঙ্কার রয়েছে বলেও হলফনামায় জানান অভিনেত্রী।

স্থাবর সম্পত্তির হিসেবে দিতে গিয়ে পার্নো জানিয়েছিলেন, তাঁর নামে কোনও কৃষিজমি নেই। উত্তরাধিকার সূত্রেও কোনও স্থাবর সম্পত্তি পাননি। ২০১৬ সালের মার্চে বালিগঞ্জ এলাকায় একটি ফ্ল্যাট কেনেন পার্নো। ৫০ লক্ষ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন। একুশের নির্বাচনের সময় ফ্ল্যাটটির দাম ৫৫ লক্ষ টাকার মতো ছিল বলে পার্নো জানিয়েছিলেন। নিজের হলফনামায় পার্নো জানিয়েছিলেন, তাঁর কোনও ঋণ নেই। নিজেকে অভিনেত্রী এবং সমাজকর্মী বলে উল্লেখ করেন তিনি। হলফনামা নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে পার্নো জানান, তিনি ২০০৪ সালে তিনি মাধ্যমিক পাশ করেন।

একুশের নির্বাচনী হলফনামায় ২০১৫-১৬ অর্থবর্ষের কোনও আয় দেখাননি পার্নো। ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয় হয়েছিল ৩ লক্ষ ৩৯ হাজার ৯৮২ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে তাঁর আয় দ্বিগুণ বেড়ে যায়। ওই অর্থবর্ষে তাঁর আয় হয়েছিল ৮ লক্ষ ১৪ হাজার ১৬ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ১৯ হাজার ৮৭৩ টাকা। আর ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় তিন গুণের বেশি বেড়ে যায়। ওই অর্থবর্ষে পার্নোর আয় ছিল ১৭ লক্ষ ৩২ হাজার ৯৪৮ টাকা।

উল্লেখ্য, ২০১৯ সালে জুলাইয়ে প্রথম রাজনীতিতে পা। এক ঝাঁক সেলিব্রিটির সঙ্গে পার্নোও গেরুয়া শিবিরে নাম লেখান। ২০২১ সালে একদা তৃণমূল বিধায়ক অধুনা বিজেপি নেতা তাপস রায়ের বিরুদ্ধে ভোটে লড়েন পার্নো। কিন্তু হেরে যান তিনি। রাজনীতির পাশাপাশি সিনেমা করতে দেখা গেলেও ২০১১ থেকে ২০১৮ পর্যন্ত পার্নোর কেরিয়ার যতটা উজ্জ্বল ছিল, ২০১৯ পর থেকে সেই গ্রাফ নিচে নামতে থাকে।