AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: ফের আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ, আফগান মেয়েদের জন্য টাস্কফোর্স!

ICC Men’s Cricket Committee: সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে থামানো যায় না, তা আরও একবার প্রমাণিত হত। তিনি আইসিসির ক্রিকেট কমিটির মাথা হওয়া মানে ক্রিকেটারদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হবেন। সৌরভ আসায় ক্রিকেটারদেরই লাভ হবে।

Sourav Ganguly: ফের আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ, আফগান মেয়েদের জন্য টাস্কফোর্স!
Image Credit: PTI FILE
| Updated on: Apr 14, 2025 | 8:00 PM
Share

কলকাতা: আবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক প্রশাসনে এসেছেন অনেক আগে। আইসিসির ক্রিকেট কমিটির মাথা হয়েছিলেন। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। এক সময় শোনা গিয়েছিল, আইসিসির চেয়ারম্যান হতে পারেন। তা বাস্তবে হয়নি। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে থামানো যায় না, তা আরও একবার প্রমাণিত হত। তিনি আইসিসির ক্রিকেট কমিটির মাথা হওয়া মানে ক্রিকেটারদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হবেন। সৌরভ আসায় ক্রিকেটারদেরই লাভ হবে।

শনিবার একটি বড় ঘোষণাও করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আফগানিস্তানের মেয়ে ক্রিকেটারদের জন্য একটি টাস্কফোর্স গড়েছে আইসিসি। তালিবান ক্ষমতা শুরুর পর থেকে মেয়েদের সামাজিক অবস্থান ক্ষুণ্ণ। স্কুল, কলেজ থেকে খেলার মাঠ— সর্বত্রই ব্রাত্য তারা। একঝাঁক মেয়ে এই নিয়মের প্রতিবাদ জানিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তাঁরাই বেঁচে রয়েছে ক্রিকেট আঁকড়ে। এবার ওই মেয়েদেরই পাশে দাঁড়াল আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার এই উদ্যাগে সামিল হয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াও।

আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের সরাসরি আর্থিক সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করা হবে। উন্নত কোচিং, মেন্টরশিপ এবং নানা সুযোগ-সুবিধা দেওয়ার জন্য একটি প্রোগ্রামও চালু করা হবে। এক বিবৃতিতে জয় বলেছেন, ‘প্রতিটি ক্রিকেটারের পরিস্থিতি নির্বিশেষে তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল করার প্রতিজ্ঞা নিয়েছে আইসিসি। আফগানিস্তানের ঘর ছাড়া মহিলা ক্রিকেটারদের জন্য এই বিশেষ টাস্ক ফোর্স তৈরি এবং আর্থিক সাহায্য দিতে পেরে আমরা গর্বিত।’