AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arambag: ‘দিদি আমাদের দেখুন ভোটের আগে ৮৫ হাজার পরিবার আপনাকে দেখব’, ক্ষোভে ফেটে পড়লেন ওঁরা

Arambag: বিক্ষোভের মাঝেই এক আশাকর্মী বললেন, "৫২০০ টাকায় আর সংসার চালানো যাচ্ছে না। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। ছেলেমেয়েদের পড়াশোনা। কোনও খরচই ওঠে না। এই টাকায় তো জলও গরম হয় না।" অথচ তাঁদের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ করানো হচ্ছে। এমনকি তাঁদের মোবাইল দেওয়া হলেও রিচার্জ তাঁদেরকেই করতে হচ্ছে।

Arambag: 'দিদি আমাদের দেখুন ভোটের আগে ৮৫ হাজার পরিবার আপনাকে দেখব', ক্ষোভে ফেটে পড়লেন ওঁরা
আশাকর্মীদের বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 24, 2025 | 2:37 PM
Share

আরামবাগ: বেতন বৃদ্ধির দাবিতে আরামবাগে আশাকর্মীদের বিক্ষোভ। বিক্ষোভের মাঝেই আশাকর্মীদের একাংশ বললেন, “দিদি আমাদের দেখুন ভোটের আগে ৮৫ হাজার পরিবার আপনাকে দেখবো।”  গোঘাট ১ ও গোঘাট ২ ব্লকের কয়েকশো স্বাস্থ্যকর্মী ক্ষোভে ফেটে পড়েন। আশাকর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় ও ধরনায় বসেন। তাঁদের দাবি, বারবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্লক স্বাস্থ্য আধিকারিকে তাঁদের দাবি জানানো হলেও, কোনও কর্ণপাত করেননি।

বিক্ষোভের মাঝেই এক আশাকর্মী বললেন, “৫২০০ টাকায় আর সংসার চালানো যাচ্ছে না। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। ছেলেমেয়েদের পড়াশোনা। কোনও খরচই ওঠে না। এই টাকায় তো জলও গরম হয় না।” অথচ তাঁদের স্বাস্থ্য দফতরের বিভিন্ন কাজ করানো হচ্ছে। এমনকি তাঁদের মোবাইল দেওয়া হলেও রিচার্জ তাঁদেরকেই করতে হচ্ছে। এখন রিচার্জ করতেও সাড়ে তিনশো টাকার কমে হয় না।

স্বাস্থ্য ভবন অভিযানেও তাঁদের দাবি দাওয়ার কথা জানিয়েছিলেন। কর্মবিরতির দ্বিতীয় দিনে গোঘাট এক ও দুই ব্লকে স্বাস্থ্য আধিকারিক এর ভবনের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। আর এই নিয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক সনজিৎ পাখিরা বলেন, “সরকারই আশা কর্মীদের বেতন বাড়িয়েছে এবং সম্মান বৃদ্ধি করেছে। মমতা বন্দ্য়োপাধ্যায় ভোটের রাজনীতি করেন না। মুখ্যমন্ত্রী ৯৪ টি প্রকল্প চালু করেছেন বাংলার মানুষের জন্য।”

যদিও পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অন্যান্য রাজ্যে যেমন আমরা সমকাজের সমবেতনের ব্যবস্থা করা হয়েছে। তেমনি পশ্চিমবঙ্গ ক্ষমতায় এলে সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে। বিক্ষোভ দেখিয়ে কিছু লাভ হবে না চোরেদের সরকার চললে এইরকমই হবে।”