AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'হাইকোর্ট কি যন্তর মন্তর?', হঠাৎ কেন উঠল এই প্রশ্ন

‘হাইকোর্ট কি যন্তর মন্তর?’, হঠাৎ কেন উঠল এই প্রশ্ন

Shrabanti Saha

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Jan 16, 2026 | 8:04 AM

Share

বৃহস্পতিবার আইপ্যাক মামলার শুনানিতে বিচারপতি সরাসরি বলেন এ কথা। তিনি আরও আরও বলেন, “হাইকোর্ট কি যন্তর মন্তর?” যন্তর মন্তরের সামনে যেভাবে বিক্ষোভ-ধরনা চলে, কলকাতা হাইকোর্টের সেদিনের পরিস্থিতিকে তার সঙ্গেই তুলনা করা হয় এদিন সুপ্রিম কোর্টে। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সেদিন একজন মন্ত্রী ৫০০ জন সমর্থককে নিয়ে এজলাসে বসেছিলেন। তিনি হই হট্টগোল করতে গিয়েছিলেন?”

“হাইকোর্টে যা হয়েছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন” (We are very disturbed on what happened in High court)।” বৃহস্পতিবার আইপ্যাক মামলার শুনানিতে বিচারপতি সরাসরি বলেন এ কথা। তিনি আরও আরও বলেন, “হাইকোর্ট কি যন্তর মন্তর?” যন্তর মন্তরের সামনে যেভাবে বিক্ষোভ-ধরনা চলে, কলকাতা হাইকোর্টের সেদিনের পরিস্থিতিকে তার সঙ্গেই তুলনা করা হয় এদিন সুপ্রিম কোর্টে।

এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “সেদিন একজন মন্ত্রী ৫০০ জন সমর্থককে নিয়ে এজলাসে বসেছিলেন। তিনি হই হট্টগোল করতে গিয়েছিলেন?” প্রয়োজনে প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি দেবেন বলেও জানান তুষার মেহতা। কপিল সিব্বলও হাইকোর্টের সেদিনের ঘটনার কথা মেনে নেন।