Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ASHA workers protest: ‘ন্যূনতম ভাতা করতে হবে ১৫ হাজার’, দাবি না মিটলে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের হুঁশিয়ারি আশাকর্মীদের

ASHA workers protest: আশাকর্মীদের বক্তব্য, তাঁরা এখন ৫ হাজার ২০০ টাকা ভাতা পান। কোনও নির্দিষ্ট ছুটি নেই। আশাকর্মীদের দাবি, তাঁদের নির্দিষ্ট ছুটি দিতে হবে। পিএফ, ইএসআই চালু করতে হবে, যা এখন নেই।

ASHA workers protest: 'ন্যূনতম ভাতা করতে হবে ১৫ হাজার', দাবি না মিটলে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের হুঁশিয়ারি আশাকর্মীদের
দাবি মানা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি আশাকর্মীদেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 3:55 PM

কলকাতা: একগুচ্ছ দাবি নিয়ে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা সোমবার স্বাস্থ্যভবনের সামনে জড়ো হন। তাঁদের দাবি, আশাকর্মীদের ভাতা বাড়িয়ে ন্যূনতম ১৫ হাজার টাকা করতে হবে। তাঁদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। দাবি না মিটলে আগামী ২২ অগস্ট তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি অভিযান করবে বলে জানালেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন।

আশাকর্মীদের বক্তব্য, তাঁরা এখন ৫ হাজার ২০০ টাকা ভাতা পান। কোনও নির্দিষ্ট ছুটি নেই। আশাকর্মীদের দাবি, তাঁদের নির্দিষ্ট ছুটি দিতে হবে। পিএফ, ইএসআই চালু করতে হবে, যা এখন নেই।

স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ আশাকর্মীদের

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, “১৮ মার্চ এসেছিলাম। ২৮ মার্চ এসেছিলাম। আজও এসেছি। আমাদের দাবি, আশাকর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। ভাতা ঠিকমতো পাওয়া যায় না। অতীতের সব বকেয়া মিটিয়ে দিতে হবে। ন্যূনতম ভাতা ১৫ হাজার টাকা করতে হবে। কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁরা পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে।” স্বাস্থ্যভবনের কর্তাদের স্মারকলিপি দিতে তাঁরা এখানে এসেছেন বলে জানালেন।

এই খবরটিও পড়ুন

রাজ্যে ৭০ হাজারের মতো আশাকর্মী রয়েছেন বলে জানান পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা। তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতির পথে হাঁটতে পারেন আশাকর্মীরা। একইসঙ্গে ইসমত আরা খাতুন জানালেন, “দাবি মানা না হলে আগামী ২২ অগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে যাব। তাঁকে মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে আমরা জানি। তিনি নিশ্চয় আমাদের কথা শুনবেন।”