Supreme Court: বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার! সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন বিচারপতি ভর্মা, খারিজ হয়ে গেল পিটিশন
Supreme Court-Yashwant Verma: ২০২৫ সালের মার্চ মাসে দিল্লিতে বিচারপতি ভর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের পর। তিনি দাবি করেছিলেন যে এই টাকা তাঁর নয়। কোথা থেকে টাকা এসেছে, তাও জানেন না। বাড়ি থেকে টাকা উদ্ধারের পরই দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া হয় বিচারপতি যশবন্ত ভর্মাকে।

নয়া দিল্লি: বাড়িতে অগ্নিকাণ্ড। তারপরই দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বাড়ি থেকে কাড়ি কাড়ি টাকা উদ্ধার হয়েছিল। সেই মামলার জল গড়ায় অনেক দূর। শুরু হয় এনকোয়ারি কমিটির অধীনে তদন্ত। এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন বিচারপতি যশবন্ত ভর্মা। বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁর পিটিশন খারিজ করে দিল। বাড়ি থেকে টাকা উদ্ধারের পরই লোকসভার স্পিকার যশবন্ত ভর্মাকে বিচারপতি পদ থেকে সরানোর মোশনে সম্মতি দেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বিচারপতি যশবন্ত ভর্মা।
গত বছর, ২০২৫ সালের মার্চ মাসে দিল্লিতে বিচারপতি ভর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডের পর। তিনি দাবি করেছিলেন যে এই টাকা তাঁর নয়। কোথা থেকে টাকা এসেছে, তাও জানেন না। বাড়ি থেকে টাকা উদ্ধারের পরই দিল্লি হাইকোর্ট থেকে সরিয়ে দেওয়া হয় বিচারপতি যশবন্ত ভর্মাকে। বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি তিনি। দুর্নীতির অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লা তিন সদস্যের সংসদীয় কমিটি গঠন করেন। বিচারপতি ভর্মা এই সংসদীয় কমিটির বৈধতাকেই চ্যালেঞ্জ করেছিলেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই পিটিশনের শুনানি ছিল। শীর্ষ আদালতের তরফে বিচারপতি যশবন্ত ভর্মার আবেদন খারিজ করে দেয়। গত ১৬ ডিসেম্বর শীর্ষ আদালত তাঁর আবেদন পর্যালোচনা করার সিদ্ধান্ত নেন।
বিচারপতি ভর্মার হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী মুকুল রোহতগি। তিনি শীর্ষ আদালতে যুক্তি দেন যে জাজেস (এনকোয়ারি) অ্যাক্ট ১৯৬৮-র ৩(২) ধারায় এই কমিটির গঠন তাঁর অধিকার ও সুরক্ষা- দুইয়ের অধিকারকেই খর্ব করেছে।
