New Amrit Bharat Express: ১৩০কিমি স্পিড, তাও ট্রেন চলছে বুঝতেই পারবেন না! বন্দে ভারত নয়, কয়েক ঘণ্টা পরই হাওড়া-শিয়ালদহ থেকে ছুটবে এই নতুন এক্সপ্রেস
Indian Railways: আগামী রবিবার, ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাত্রা করবে এই অমৃত ভারত এক্সপ্রেস। এরপর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে অমৃত ভারত এক্সপ্রেস।

কলকাতা: নতুন বছরে গুচ্ছ গুচ্ছ উপহার বাংলার জন্য। নতুন দুটি সাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস উপহার দিচ্ছে ভারতীয় রেল। বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি চালু হচ্ছে ৯টি অমৃত ভারত এক্সপ্রেসও, যার মধ্যে ৭টিই ছুটবে বাংলা থেকে।
আগামী রবিবার, ১৮ জানুয়ারি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিনেই সাঁতরাগাছি থেকে হাওড়া হয়ে আনন্দ বিহার পর্যন্ত যাত্রা করবে এই অমৃত ভারত এক্সপ্রেস। এরপর সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাওড়া এবং শিয়ালদহ থেকে ছাড়বে অমৃত ভারত এক্সপ্রেস। এমনটাই জানালেন কোচিং ডিপো অফিসার পৃথ্বীশ হালদার।
বন্দে ভারত স্লিপার ট্রেনের ফিচার্স সবাই কম-বেশি এখন জেনে গিয়েছেন। এবার জেনে নেওয়া যাক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে কী কী থাকবে?
1. দ্রুত গতি বাড়াতে এবং স্টেশনগুলিতে লোকোমোটিভ স্যুইচ করার প্রয়োজনীয়তা দূর করতে এই ট্রেনে সামনে এবং পিছনের প্রান্তে দুটি WAP -5 লোকোমোটিভ (পুশ-পুল কনফিগারেশন) ব্যবহার করা হয়েছে, যার ফলে ভ্রমণের সময় অনেকটাই হ্রাস পায়।
2. শুধু এসি নয়, অমৃত ভারত এক্সপ্রেসে ২২টি নন-এসি কোচ রয়েছে। থাকবে ২টি সেকেন্ড ক্লাস লাগেজ রেক (এসএলআরডি), ৮টি জেনারেল সিটিং কোচ এবং ১২টি স্লিপার ক্লাস কোচ। কোচগুলির মধ্যে নিরাপদে যাতায়াতের জন্য এবং শব্দ ও কম্পন হ্রাস করতে এই কোচগুলিতে সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ে রয়েছে।
3. এই ট্রেনের বাইরের অংশের রঙ অত্যন্ত নজরকাড়া 4. অমৃত ভারত ট্রেনের রয়েছে জার্ক-ফ্রি সেমি পার্মানেন্ট কাপলার 5. এরোডাইনামিকভাবে ডিজাইন করা WAP5 লোকোমোটিভ। 6. পুশ-পুল অপারেশনের জন্য শেষ দেওয়ালে MU কন্ট্রোল কাপলার থাকে। 7. আছে জার্ক মুক্ত সেমি পার্মানেন্ট কাপলার (Semi permanent coupler)। 8. ট্রেনে রয়েছে সিল করা ভেস্টিবিউল গ্যাংওয়ে (Sealed vestibule gangway)। 9. এক্সট্রুশনসহ এসিপি প্যানেলিং । 10. উন্নত আলোর ব্যবস্থা 11. লাগেজ রুমে থাকবে সিসিটিভি। গার্ড রুমে থাকবে সেই ক্য়ামেরার মনিটর। 12. বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গজনদের জন্য র্যাম্প (Ramp)-এর ব্যবস্থা 13. আপগ্রেড কোচের অভ্যন্তরীণ সজ্জা 14. ফোল্ডেবল স্ন্যাক টেবিল 15. উপযুক্ত হোল্ডার সহ মোবাইল চার্জিং পয়েন্ট 16. ফোল্ডেবল বোতল হোল্ডার 17. এর্গোনমিকভাবে ডিজাইন করা সিট এবং বার্থ 18. উন্নত লাগেজ র্যাক 19. রেডিয়াম আলোকসজ্জিত ফ্লোরিং স্ট্রিপ 20. যাত্রীদের ঘোষণা এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম 21. গার্ড দ্বারা পরিচালিত পিএ সিস্টেম 22. নিরাপদ ভ্রমণের জন্য সিসিটিভি নজরদারি 23. ২২ কোচ রেক 24. এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৩০ কিমি প্রতি ঘন্টা 25. মোট ১৮৩৪ জন যাত্রীর বসার ক্ষমতা থাকবে এই ট্রেনে 26. অমৃত ভারত ট্রেনের উভয় প্রান্তে চালকের কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ড্রাইভার সিটগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সামনের পথের দৃশ্য পরিষ্কার ভাবে দেখা যায় এবং একই সঙ্গে আরামদায়ক হয়। 27. অমৃত ভারত ট্রেনের শৌচাগারগুলি জলের ন্যূনতম অপচয় করবে। 28. যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে ট্রেনের ইঞ্জিনগুলিতে কবচ সিস্টেম লাগানো হয়েছে। 29. সাধারণ কোচের উপরে অংশগুলিও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সম্পূর্ণরূপে কুশনযুক্ত করা হয়েছে।
