Life Insurance Corporation Of India: বন্ধ পলিসি কীভাবে চালু করবেন?
Lapsed Policy: যদি আপনার মাইক্রো ইন্সিওরেন্স প্ল্যান থাকে, তবে লেট ফিতে আপনি পাবেন ১০০ শতাংশ ছাড়। অর্থাৎ কোনও জরিমানা দিতে হবে না আপনাকে। অন্যদিকে, নন-লিঙ্কড প্ল্যানের ক্ষেত্রে ছাড় মিলবে ৩০ শতাংশ পর্যন্ত। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৫ হাজার টাকা।
২০২৬ সালে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনার জন্য নিয়ে এল এক দারুণ খবর। দেশজুড়ে শুরু হয়েছে এক বিশেষ পুনরুজ্জীবন অভিযান। যেখানে আপনি ল্যাপস হওয়া বিমা ফের চালু করতে পারবেন অভাবনীয় ছাড়ে।
যদি আপনার মাইক্রো ইন্সিওরেন্স প্ল্যান থাকে, তবে লেট ফিতে আপনি পাবেন ১০০ শতাংশ ছাড়। অর্থাৎ কোনও জরিমানা দিতে হবে না আপনাকে। অন্যদিকে, নন-লিঙ্কড প্ল্যানের ক্ষেত্রে ছাড় মিলবে ৩০ শতাংশ পর্যন্ত। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ৫ হাজার টাকা।
প্রথম প্রিমিয়াম দিতে না পারার দিন থেকে ৫ বছরের মধ্যে আবেদন করলে আপনি এই সুবিধা পাবেন। তবে মনে রাখবেন, দেরিতে জমা দেওয়া প্রিমিয়ামের জরিমানায় ছাড় থাকলেও মেডিকেল পরীক্ষার নিয়ম কিন্তু বদলায়নি।
Published on: Jan 15, 2026 07:25 PM
Latest Videos

