AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: নিতিন নবীনের হাতেই কি বিজেপির দায়িত্ব? নাকি চমক দেখা যাবে? প্রতীক্ষার প্রহর শুরু

BJP National President election: মাসখানেক আগেই বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নিতিন নবীন। বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দায়িত্ব নেওয়ার আগে কার্যনির্বাহী সভাপতি ছিলেন। ২০২০ সালের ২০ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নাড্ডা। আর আগে ২০১৯ সালের ১৭ জুন থেকে কার্যনির্বাহী সভাপতি ছিলেন তিনি।

BJP: নিতিন নবীনের হাতেই কি বিজেপির দায়িত্ব? নাকি চমক দেখা যাবে? প্রতীক্ষার প্রহর শুরু
নিতিন নবীন ও জেপি নাড্ডাImage Credit: PTI
| Edited By: | Updated on: Jan 16, 2026 | 1:25 PM
Share

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হচ্ছে। শুক্রবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনের সাংগঠনিক প্রক্রিয়ার সূচি ঘোষণা করল বিজেপি। সেখানে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য নাম জমা দেওয়া যাবে। আর ২০ জানুয়ারি সভাপতির নাম ঘোষণা হবে। বর্তমান কার্যনির্বাহী সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-ই গেরুয়া শিবিরের দায়িত্ব পেতে চলেছেন কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। আবার অন্য কেউ নির্বাচনে মনোনয়ন জমা দেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সর্বভারতীয় সভাপতি নির্বাচনের সূচি ঘোষণা করে বিজেপি জানিয়েছে, ১৯ জানুয়ারি দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ওইদিনই বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে। তারপর বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যদি একজনের বেশি মনোনয়ন জমা দেন, তাহলে ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটদান হবে। আর মাত্র একজন মনোনয়ন জমা দিলে সর্বভারতীয় সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হবে।

রাজনীতির কারবারিরা বলছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে একজনের বেশি নাম মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে শুধু নিতিন নবীন-ই মনোনয়ন জমা দেবেন। আর তা হলে মাত্র পঁয়তাল্লিশ বছরে গেরুয়া শিবিরের হাল ধরবেন তিনি।

মাসখানেক আগেই বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হয়েছেন নিতিন নবীন। বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও দায়িত্ব নেওয়ার আগে কার্যনির্বাহী সভাপতি ছিলেন। ২০২০ সালের ২০ জানুয়ারি সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নাড্ডা। আর আগে ২০১৯ সালের ১৭ জুন থেকে কার্যনির্বাহী সভাপতি ছিলেন তিনি। সেইসময় সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। ফলে কার্যনির্বাহী সভাপতি নিতিন-ই বিজেপির দায়িত্ব পেতে চলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিতিন বর্তমানে বিহারের ক্যাবিনেট মন্ত্রী। পটনার বাঁকিপুরের বিধায়ক তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলে তিনি মন্ত্রিত্ব ছাড়েন কি না, সেটাই এখন দেখার।