Amartya Sen: শুনানিতে অর্মত্য সেনের কাছে কমিশন কী-কী নথি চেয়েছে জানেন? অবাক হবেন
Birbhum: জানা গিয়েছে, অমর্ত্য সেনের শুভাকাঙ্খী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেনের কাছ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তাঁর মায়ের ডেথ সার্টিফিকেট এবং অমর্ত্য সেনের আধার কার্ড চাওয়া হয়েছে। এবং তা জমা নেওয়া হয়েছে।

বীরভূম: নোবেলজয়ী অর্মত্য সেনকে ডেকে পাঠানো হয়েছিল এসআইআর (SIR)-এর শুনানিতে। যা নিয়ে সরব হয়েছিল রাজ্যের শাসকদল। জানা যাচ্ছে, নোবেল জয়ীর শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্য এবং শুভাকাঙ্খীদের কাছ থেকে চাওয়া হয়েছে অর্মত্য সেনের একাধিক নথি। শুনানিতে কী কী নথি চাওয়া হয়েছে?
জানা গিয়েছে, অমর্ত্য সেনের শুভাকাঙ্খী গীতিকণ্ঠ মজুমদার এবং তাঁর মামাতো ভাই শান্তভানু সেনের কাছ থেকে অমর্ত্য সেনের পাসপোর্টের ফটোকপি, তাঁর মায়ের ডেথ সার্টিফিকেট এবং অমর্ত্য সেনের আধার কার্ড চাওয়া হয়েছে। এবং তা জমা নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান, অমর্ত্য সেনকে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছিল, সেই সার্টিফিকেটটি দেওয়া সম্ভব কি না। তবে ওই সার্টিফিকেটটি নির্বাচন কমিশনের আধিকারিকরা সঙ্গে করে নিয়ে যাননি। গীতিকণ্ঠ বলেন, “আমরা ওঁর পাসপোর্ট-আধার কার্ড-মায়ের মৃত্যুর শংসাপত্র দিয়েছে।”
নির্বাচন কমিশন সূত্রে খবর, অমর্ত্য সেনের নামের ভুল ছিল। সেই কারণে লজিকাল ডিস্ক্রিপেন্সি দেখে নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বিএলও অর্মত্যবাবুর বাড়িতে যাবেন। সেখানেই ওঁর এসআইআর-এর শুনানি হবে। অর্মত্য সেনকে নোটিস পাঠানোর বিষয়টি নিয়ে আগেই ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক। তিনি বলেছিলেন, “আমি আসতে-আসতে শুনছিলাম অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বের সভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশ সমৃদ্ধ হয়েছেন, তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছেন।” অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতবার এসআইআর-এর বিরোধিতা নিয়ে সরব হয়েছেন, তখনই অর্মত্য সেনকে শুনানিতে ডাকা নিয়ে সরব হয়েছেন।
