Amartya Sen: নোবেলজয়ী অর্মত্য সেনকেও শুনানির নোটিস পাঠাল কমিশন
SIR: অভিষেক বলেন, "আমি আসতে আসতে শুনছিলাম অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বের সভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশ সমৃদ্ধ হয়েছেন, তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছেন।"

বীরভূম: নোবেল জয়ী অর্মত্য সেনকেও এসআইআর-এর নোটিস পাঠানো হয়েছে। সোমবার এক কাউন্সিলর দাবি করেছিলেন দীপক অধিকারী (দেব), লাবণী সরকারের মতো একাধিক অভিনেতা-অভিনেত্রীদের এসআইআর-এর শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। এছাড়াও ক্রিকেটার মহম্মদ শামিকে শুনানির নোটিস পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছিল। আজ কমিশন সূত্রে জানা গিয়েছে, কাগজ দেখাতে হবে অর্মত্য সেনকেও।
নির্বাচন কমিশন সূত্রে খবর, অমর্ত্য সেনের নামের ভুল ছিল। সেই কারণে লজিকাল ডিস্ক্রিপেন্সি দেখে নোটিস দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, বিএলও অর্মত্যবাবুর বাড়িতে যাবেন। সেখানেই ওঁর এসআইআর-এর শুনানি হবে। অর্মত্য সেনকে নোটিস পাঠানোর বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক।
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, “আমি আসতে-আসতে শুনছিলাম অমর্ত্য সেনকে শুনানির নোটিস পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতের জন্য নোবেল জিতে এনেছেন। দেশের নাম যে বিশ্বের সভায় বিশ্ববন্দিত করেছেন। যাঁকে দেখে, যাঁর মাধ্যমে দেশ সমৃদ্ধ হয়েছেন, তাঁকে শুনানির নোটিস পাঠিয়েছেন।”
অভিষেক এ দিন ফের একবার SIR-এর নামে উগরে দিয়েছেন একাধিক অভিযোগ। সাংসদ বলেন, “এরা আপনাকে কষ্ট দিয়ে মানসিক-শারীরিক অত্যাচার করে হেয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে। বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে তো?” আগামী দিনে বীরভূম থেকে তৃণমূলকে জেতানোর আবেদন জানিয়েছেন।
এর পাশাপাশি দেব ও শামিকে শুনানির নোটিস নিয়েও তিনি বলেন, “কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র দেবকে নোটিস দিয়েছে। ক্রিকেটার শামি, যিনি দেশের জন্য খেলেছেন তাঁকে নোটিস পাঠিয়েছেন। এরা সকলকে আনম্যাপের চেষ্টা করছেন। আগামী দিন বিজেপিকে আনম্যাপ করে দিন।” তবে দেব যদিও টিভি৯ বাংলাকে জানিয়েছেন, তিনি এই সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না।
অর্মত্য সেনকে এসআইআর-এর নোটিস পাঠানো নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বানানে ভুল থাকতে পারে। নির্বাচন কমিশন নিশ্চই দেখবেন বিষয়টি। কান্তি গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নির্বাচন কমিশনের আধিকারিকরা গিয়েছিলেন। শুনানি হয়েছে। তেমন হলে ওঁর বাড়িতেও BLO যাবেন।“
