AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা হল, কে দায়িত্ব পেলেন?

BJP National Working President: সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নিতিন নবীন। আরজেডির রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নিতিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন। 

BJP: বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা হল, কে দায়িত্ব পেলেন?
নিতিন নবীনImage Credit: X handle
| Updated on: Dec 14, 2025 | 6:03 PM
Share

নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? অনেকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতির নাম ঘোষণা করল বিজেপির সংসদীয় বোর্ড। পদ্ম শিবিরের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন। বিহারের ক্যাবিনেট মন্ত্রী তিনি। রবিবার বিজেপির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দলের সংসদীয় বোর্ড নিতিন নবীনকে সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে বেছে নিয়েছে।

সদ্য সমাপ্ত বিহারের বিধানসভা নির্বাচনে পটনার বাঁকিপুর আসনে প্রার্থী হয়েছিলেন নিতিন নবীন। আরজেডির রেখা কুমারীকে ৫১ হাজারের বেশি ভোটে হারান তিনি। নীতীশ কুমারের বর্তমান মন্ত্রিসভায় নিতিন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে রয়েছেন।

২০২০ সালের ২০ জানুয়ারি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে রয়েছেন জেপি নাড্ডা। আবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও তাঁর কাঁধে। অনেকদিন ধরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নাড্ডার উত্তরসূরি নিয়ে জল্পনা চলছে। একাধিক নাম সামনে এসেছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এরই মধ্যে নিতিন নবীনের নাম কার্যনির্বাহী সভাপতি হিসেবে ঘোষণা করা হল।

২০২০ সালে সভাপতি হওয়ার আগে কয়েকমাস কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব সামলেছিলেন নাড্ডাও। ২০১৯ সালের ১৭ জুন থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ সভাপতি পদে দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত কার্যনির্বাহী সভাপতি ছিলেন তিনি। তখন গেরুয়া শিবিরের সভাপতি ছিলেন অমিত শাহ। বছর পঁয়তাল্লিশের নিতিন নবীনকেও সভাপতি করা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নিতিন নবীনের রাজনৈতিক পথচলা-

নিতিন নবীনের জন্ম ১৯৮০ সালের ২৩ মে। তাঁর বাবা প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহা। এবিভিপি-র হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। ২০১০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। বাঁকিপুর আসন থেকে জয়ী হন তিনি। তারপর থেকে এই কেন্দ্র থেকে জিতে আসছেন।

'চিবিয়ে চিবিয়ে কথা বলেন', মেসির সঙ্গে কার ছবি দেখিয়ে হাসলেন শুভেন্দু?
'চিবিয়ে চিবিয়ে কথা বলেন', মেসির সঙ্গে কার ছবি দেখিয়ে হাসলেন শুভেন্দু?
কীভাবে যুবভারতীর চড়া দামের টিকিটের টাকা রিফান্ড হবে?
কীভাবে যুবভারতীর চড়া দামের টিকিটের টাকা রিফান্ড হবে?
মমতার নির্দেশ, যুবভারতী-কাণ্ডে গঠিত তদন্ত কমিটি
মমতার নির্দেশ, যুবভারতী-কাণ্ডে গঠিত তদন্ত কমিটি
ক্ষুব্ধ কুণাল, প্রশ্ন তুললেন, 'এত হ্যাংলামি কেন?'
ক্ষুব্ধ কুণাল, প্রশ্ন তুললেন, 'এত হ্যাংলামি কেন?'
যারা খেলা ভালবাসেন তাঁরা কি সত্য়িই ভাঙচুর করেছেন?
যারা খেলা ভালবাসেন তাঁরা কি সত্য়িই ভাঙচুর করেছেন?
দেখুন কীভাবে দমদম ক্যান্টনমেন্টে পা দিয়ে মেট্রো আটকালেন যুবতী
দেখুন কীভাবে দমদম ক্যান্টনমেন্টে পা দিয়ে মেট্রো আটকালেন যুবতী
মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হল?
মারাদোনাও এসেছিলেন, মেসির ক্ষেত্রে কেন এমন বিশৃঙ্খলা হল?
'মেসির শোয়ে এই বিশৃঙ্খলা এড়ানো যেত যদি...', বড় কথা বলে দিলেন মেহতাব
'মেসির শোয়ে এই বিশৃঙ্খলা এড়ানো যেত যদি...', বড় কথা বলে দিলেন মেহতাব
জনতার ক্ষোভে লন্ডভন্ড যুবভারতী, আজ কী অবস্থা স্টেডিয়ামের?
জনতার ক্ষোভে লন্ডভন্ড যুবভারতী, আজ কী অবস্থা স্টেডিয়ামের?
কলকাতায় যা পারলেন না, হায়দরাবাদে সেটাই করে দেখালেন মেসি...
কলকাতায় যা পারলেন না, হায়দরাবাদে সেটাই করে দেখালেন মেসি...