Beldanga protest: ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ, ধুন্ধুমার বেলডাঙা, ঘণ্টার পর ঘণ্টা আটকে ট্রেন
Road blocked in Beldanga: মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। সেখানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে মৃতদেহ এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়।

বেলডাঙা: ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। শুক্রবার সকালে মৃতদেহ জেলায় ফিরতেই উত্তেনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করে উত্তেজিত জনতা। শুধু রাস্তা নয়, রেল অবরোধও করা হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা। ঘণ্টা তিনেক পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিজিপি রাজীব কুমারের কাছে আবেদন জানান তিনি।
মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ (৩৬)। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। সেখানে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে ফুঁসছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিন সকালে মৃতদেহ এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। বেলডাঙা থানা এলাকার মহেশপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুর সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করে। রেললাইনে বাঁশ ফেলে রাখে বিক্ষোভকারীরা। বাঁশে মৃতদেহের ঝুলন্ত ছবি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বচসা বাধে। শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও সরব হন বিক্ষোভকারীরা। তাঁদের প্রশ্ন, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে আক্রান্ত হলেও কেন সরব হচ্ছেন না তৃণমূলের বিধায়ক, সাংসদরা?
মৃতের জামাইবাবু উসমান শেখ বলেন, “আমার শ্যালক পরশুদিন ফোন করেছিল। বলছিল, ওখানকার লোকরা আমার আধার কার্ড দেখতে চেয়েছিল। বলছিল, বাংলাদেশি কি না তোর আধার কার্ড দেখি। ওকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বসে থেকে কেউ গলায় দড়ি দিতে পারে?” মৃতের মা বলেন, নিয়মিত হুমকি দেওয়া হত। বাড়ি ফিরতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

টায়ার জ্বালিয়ে চলছে পথ অবরোধ
পথ ও রেললাইন অবরোধ নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, নির্বিচারে পাথর ছোড়া চলছে। ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। গোটা এলাকা বর্তমানে গুন্ডা, দুষ্কৃতী ও দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত পুলিশের কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি বলে বিধানসভার বিরোধী দলনেতার দাবি। তিনি বলেন, “হাজার হাজার যাত্রী আতঙ্কগ্রস্ত অবস্থায় আটকে রয়েছেন। খাবার ও পানীয় জল মিলছে না। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কাছে শুভেন্দু অধিকারীর দাবি, পর্যাপ্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতির নিয়ন্ত্রণ করা হোক।
