AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pay Later, UPI Credit: ক্রেডিট কার্ড নেই? তাও এবার পাবেন সেই সুবিধাই!

Pay Later with BharatPe: ক্রেডিট কার্ড থাকলে যে কোনও খরচ সেই ক্রেডিট কার্ডের উপর দিয়ে করা যায়। কিন্তু যাঁদের ক্রেডিট কার্ড নেই, তাঁদের যে কোনও খরচ করার জন্য এমন কোনও উপায় ছিল না যেখান থেকে এমন ক্রেডিট কার্ডের মতো সুবিধা পাওয়া যেতে। সেই ক্ষেত্রে তাঁদের নির্ভর করতে হত কোনও লোনের উপরই।

Pay Later, UPI Credit: ক্রেডিট কার্ড নেই? তাও এবার পাবেন সেই সুবিধাই!
এবার আপনাকে ধার দেবে এই অ্যাপ!Image Credit: Getty Images
| Updated on: Dec 24, 2025 | 3:04 PM
Share

পকেটে নেই কানাকড়ি। কিন্তু সামনেই বিরাট খরচ রয়েছে। এই অবস্থায় সাধারণত মানুষের মধ্যে চিন্তা কাজ করে? যদিও এবার এই ধরনের চিন্তা কমছে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের। সোমবার ফিনটেক সংস্থা ভারত-পে হাত মেলাল ইয়েস ব্যাঙ্ক আর NPCI-এর সঙ্গে। বাজারে এল ‘পে লেটার উইথ ভারত-পে’।

ঠিক কী সুবিধা পাবেন আপনি?

ক্রেডিট কার্ড থাকলে যে কোনও খরচ সেই ক্রেডিট কার্ডের উপর দিয়ে করা যায়। কিন্তু যাঁদের ক্রেডিট কার্ড নেই, তাঁদের যে কোনও খরচ করার জন্য এমন কোনও উপায় ছিল না যেখান থেকে এমন ক্রেডিট কার্ডের মতো সুবিধা পাওয়া যেতে। সেই ক্ষেত্রে তাঁদের নির্ভর করতে হত কোনও লোনের উপরই। কিন্তু নতুন এই অ্যাপে ক্রেডিট কার্ড না থাকলেও ইউপিআইয়ের মাধ্যমে ধার নেওয়া যাবে। যে কোনও কিউআর কোড স্ক্যান করে বা অনলাইনে কেনাকাটা করতে এই ক্রেডিট লাইন ব্যবহার করা যাবে। সবথেকে বড় সুবিধা? ক্রেডিট কার্ডের মতোই ৪৫ দিন পর্যন্ত কোনও সুদ দিতে হবে না।

কিস্তিতে শোধের সুযোগ

অনেকেই ভাবছেন হয়তও, এই ধার একবার পেমেন্ট করেই মেটাতে হবে? না, একবারে টাকা দিতে না পারলে চিন্তার কিছু নেই। আপনি ৩ থেকে ১২ মাসের ফ্লেক্সিবল ইএমআই সুবিধাও বেছে নিতে পারেন। আর এতে নেই কোনও কাগজের ঝক্কি। ভারত-পে অ্যাপ থেকেই সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি প্রতিটি ট্রানজ্যাকশনে মিলবে ‘জিলিয়ন’ কয়েন, যা দিয়ে পরে ভাউচার কেনা যাবে।

ভারত-পে সিইও নলিন নেগির মতে, ভারতের ছোট ব্যবসায়ীদের জন্য ঋণের সুযোগ এখনও সীমিত। এই ডিজিটাল ক্রেডিট লাইন সেই অভাব মেটাবে। অন্যদিকে, ইয়েস ব্যাঙ্কের পদস্থ কর্তা অনিল সিং মনে করছেন, এর ফলে ইউপিআই ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। একের পর এক এমন নতুন নতুন বিষয় ডিজিটাল হয়ে যাওয়ায় আপনার স্মার্টফোনই এখন ছোটখাটো ব্যাঙ্কের মতো হয়ে উঠেছে। ডিজিটাল ইন্ডিয়ার এই নতুন দাওয়াই কি সাধারণ মানুষের পকেটের চাপ কমাবে? সেই উত্তর কিন্তু সময়ই দেবে।