Exclusive: শিবপ্রসাদ আমাকে ওর ‘বস’ই বলে: নন্দিতা রায়
শ্যুটের সময় তিনি বেশ কথা বলেন। বিভিন্ন সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, বহুরূপীর চরিত্রের জন্য তাঁকেই চেয়েছিলেন নন্দিতা রায়, আর বসের কথা তিনি সবসময়ই মেনে নেন।

বছরের পর বছর ছকভাঙা গল্প দিয়ে দর্শকদের ভালবাসা পেয়েছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালক জুটি। ‘বহুরূপী’ ছবির রেশ কাটেনি, তার আগেই ‘আমার বস’ ছবি নিয়ে হাজির এই পরিচালকদ্বয়। ছবির গল্পের আভাস দিতে ৩ এপ্রিল এই ছবির টিজার দর্শকদের কাছে পৌঁছলো। তবে ৩ এপ্রিল আরও একটি গুরুত্বপূর্ণ দিন ‘উইন্ডোজ’-এর কাছে। পরিচালক নন্দিতা রায়ের জন্মদিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন পরিচালক। এমনিতেই কম কথার মানুষ নন্দিতা রায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তিনি নিজে কম কথা বলে এগিয়ে দেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। তবে শ্যুটের সময় তিনি বেশ কথা বলেন। বিভিন্ন সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন, বহুরূপীর চরিত্রের জন্য তাঁকেই চেয়েছিলেন নন্দিতা রায়, আর বসের কথা তিনি সব সময়ে মেনে নেন।
এই দিনটি অবশ্যই বিশেষ দিন পরিচালক নন্দিতা রায় এবং তাঁদের প্রযোজনা সংস্থার কাছে। ফোন আর শুভেচ্ছা বার্তার মাঝেই একটু কথা বলে নিলেন TV9 বাংলার সঙ্গে। এই ছবির নাম ‘আমার বস’ কেন রাখা হয়েছে জানতে চাইলে পরিচালক বলেন, “প্রত্যেক মানুষের জীবনে একজন বস থাকে, যে তাঁকে প্রভাবিত করে, উৎসাহিত করে। তাছাড়া শিবু আমাকে সব সময়ে বসই বলে। আসলে এই ‘বস ‘ শব্দটা আমি খুব শুনে থাকি।”
ছবির গল্প তো দর্শক সিনেমা মুক্তির পর দেখতেই পাবেন। তবে চাকরি জীবন থেকে ব্যক্তিগত জীবনে প্রত্যেক মানুষের একজন বস থাকে, যে তাঁর জীবনের চালিকা শক্তি হয়ে এগিয়ে নিয়ে যায়। আপাতত নন্দিতা-শিবপ্রসাদ জুটির আগামী ছবির টিজার প্রকাশ ও পরিচালক নন্দিতা রায়ের জন্মদিন পালনে ব্যস্ত গোটা ‘উইন্ডোজ’-এর অফিস।





