Vijay Hazare Trophy: বিজয় হাজারেতে অপ্রতিরোধ্য দুই ‘তরুণ’! সেঞ্চুরি ও রেকর্ড আলোকিত রোহিত-বিরাট!
Virat Kohli and Rohit Sharma: সিকিমের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বইয়ের। জয়পুরে ২৩৬-৭এ থামে তারা। রান তাড়া করতে নেমে দ্রুত ম্যাচ শেষ করে দিলেন রোহিত। ৯৪ বলে ১৫৫ রান করে যান হিটম্যান। ৯টা ছয় ও ১৮টা চার মেরেছেন। এখানেই শেষ নয়।

কলকাতা: তারুণ্য ফুল তো ফোটাবেই। আগ্রাসন দেখাবে। বিস্ফোরণ হবে। কিন্তু নবীনের মেজাজ সিনিয়রদের মধ্যে যে ধারাবাহিক দেখা যেতে পারে, তাই যেন তুলে ধরছেন দুই ক্রিকেটার। একজনের বয়স ৩৯। আর একজনের ৩৮। কিন্তু এই দু’জনকে রোখা যাচ্ছে না। প্রথম জন রোহিত শর্মা। দ্বিতীয় জন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই রো-কো জুটি সেঞ্চুরি করলেন, শুধু তাই নয়। দু’জনেই ঘরোয়া ক্রিকেটে করে ফেললেন অনন্য রেকর্ড। ২০২৭ সালের বিশ্বকাপ তাঁদের লক্ষ্য। যে ছন্দে রয়েছেন, তা যে পূরণ হবেই, সন্দেহ নেই ক্রিকেট মহলের।
সিকিমের বিরুদ্ধে ম্যাচ ছিল মুম্বইয়ের। জয়পুরে ২৩৬-৭এ থামে তারা। রান তাড়া করতে নেমে দ্রুত ম্যাচ শেষ করে দিলেন রোহিত। ৯৪ বলে ১৫৫ রান করে যান হিটম্যান। ৯টা ছয় ও ১৮টা চার মেরেছেন। এখানেই শেষ নয়। একই সঙ্গে রোহিত লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিও করে ফেলেন। মাত্র ৬২ বল নিয়েছেন সেঞ্চুরি করতে। এর আগের ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন তিনি।
অন্যদিকে, বিরাটও রেকর্ডের ছটায় আলোকিত। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১০১ বলে ১৩৩ রানের ইনিংস খেলেন দিল্লির হয়ে। তার থেকেও বড় কথা হল, লিস্ট এ ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর ১৬ রানের মাইলফলক পেরিয়ে গেলেন বিরাট। তাঁর লাগল ৩৪৩ ইনিংস। ৫৭টা সেঞ্চুরি ও ৮৪টা হাফসেঞ্চুরি দিয়ে রানের পাহাড় গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ ছন্দে ছিলেন তিনি। সেখান থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটেও ফোকাস হারাননি। বরং আরও আগ্রাসী হয়েছেন।
