Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নন্দন’-এ ভিড় ‘সোনার কেল্লা’-তে! কালজয়ী ছবিতে ফিরছেন দর্শক?

'নন্দন'-এ ৩.৪৫-এর শো দেখার জন্য শনিবার ভোরেই কিছু দর্শক টিকিট কেটে ফেলেছেন। রবিবারের জন্যও টিকিট কাটা শুরু করে দিয়েছেন দর্শকরা। লক্ষণীয়, 'নন্দন'-এ অন্য যেসব ছবি চলছে, সেগুলো মুক্তি পেয়েছে ২০২৫-এ। তবে অগ্রিম টিকিট বিক্রিতে 'সোনার কেল্লা' পিছনে ফেলেছে তাদের।

'নন্দন'-এ ভিড় 'সোনার কেল্লা'-তে! কালজয়ী ছবিতে ফিরছেন দর্শক?
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 8:36 AM

এই সপ্তাহান্তে ‘নন্দন’-এ হাউজফুল বোর্ড দেখা যেতে পারে। মুক্তি পেয়েছে ‘সোনার কেল্লা’। ‘নন্দন’-এ ৩.৪৫-এর শো দেখার জন্য শনিবার ভোরেই কিছু দর্শক টিকিট কেটে ফেলেছেন। রবিবারের জন্যও টিকিট কাটা শুরু করে দিয়েছেন দর্শকরা। লক্ষণীয়, ‘নন্দন’-এ অন্য যেসব ছবি চলছে, সেগুলো মুক্তি পেয়েছে ২০২৫-এ। তবে অগ্রিম টিকিট বিক্রিতে ‘সোনার কেল্লা’ পিছনে ফেলেছে তাদের। এই বছর কিংবদন্তি সত্যজিত্‍ রায় পরিচালিত ‘নায়ক’ আবার মুক্তি পেয়েছিল। বাংলায় যেসব জাতীয় স্তরের মাল্টিপ্লেক্স আছে, সেখানে ‘নায়ক’ ১০ লক্ষ টাকার বেশি ব্যবসা করেছে। এদিকে এই বছর মুক্তি পাওয়া ১৯টা ছবি ‘নায়ক’-এর ব্যবসাকে ছুঁতে পারেনি। জানুয়ারি থেকে মার্চের মধ্যে মুক্তি পেয়েছে এসব ছবি। সেই নিরিখে বলা যায়, কিংবদন্তি পরিচালকের ছবি ঘিরেই এখন দর্শকের মধ্যে বেশি আগ্রহ দেখা যাচ্ছে ‘নন্দন’ চত্বরে। ‘নন্দন’-এ নিয়মিত সিনেমা দেখেন এমন দর্শক বিদীপ্তা পাল খোলসা করলেন, ”আমি দুই ছেলেকে নিয়ে বড়পর্দায় ‘সোনার কেল্লা’ দেখব বলে টিকিট কেটেছি। ‘সোনার কেল্লা’ এর আগে টেলিভিশনে বহুবার দেখেছি। তবে এই ছবিতে এমন কিছু দৃশ্য় রয়েছে, যেগুলো বড়পর্দায় দেখতেই ভালো লাগে।” কলেজ পড়ুয়া গৈরিক দে-র বক্তব্য, ”’নন্দন’-এ একের পর এক বাংলা ছবি মুক্তি পাচ্ছে। ‘নন্দন’-এ যাঁরা নিয়মিত সিনেমা দেখেন, তাঁদের রুচির সঙ্গে মানানসই সিনেমা মুক্তি পেলে অপেক্ষাকৃত ভালো ফল করে। তাই ‘নায়ক’ বা ‘সোনার কেল্লা’-র মতো ছবি যে ‘নন্দন’-এ ভালো ফল করবে, সেটা আঁচ করা যায়।”

এই বছর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘এই রাত তোমার আমার’ আর ‘বিনোদিনী’-র বাইরে যা ছবি মুক্তি পেয়েছে তার কোনওটাই ২০ লাখের অঙ্ক ছুঁতে পারেনি জাতীয় স্তরের মাল্টিপ্লেক্সে। ‘নন্দন’-এর দরজাও বন্ধ ছিল বেশ কিছু সপ্তাহ। তাই মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গল স্ক্রিনে যতটুকু ব‍্যবসা হয়েছে, তাতে যে প্রযোজকদের চিঁড়ে একেবারেই ভেজেনি, সেটা স্পষ্ট।

ফ্লপ ছবির তালিকা দেখে নেওয়া যাক। ‘তুরুপের তাস’, ‘অপরিচিত’, ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’, ‘ফেলুবক্সী’, ‘ঝুমুর’, ‘অমরসঙ্গী’, ‘যদি এমন হতো’, ‘বাবুসোনা’, ‘পরিচয় গুপ্ত’ থেকে ‘গ্রিস আমাদের দেশ না…’, ‘১০ই জুন’, ‘মুখোশে মানুষে খেলা’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, ‘ছাদ’, ‘বলরাম কাণ্ড’,  ‘গৃহস্থ’, ‘গিরগিটি’, ‘গোল’, ‘নানা হে’, ‘অলক্ষ্যে ঋত্বিক’, ‘সুনেত্রা সন্দরম’, ‘হাঙ্গামা ডট কম’-এর মতো ছবি দর্শক টানতে পারেনি। ‘ভাগ‍্যলক্ষ্মী’ বা ‘মায়ানগর’-এর মতো ছবি চর্চায় থাকলেও টিকিট বিক্রির অঙ্ক যথেষ্ট নয়। টলিউড হয়তো ভরসা রাখতে চাইছে এপ্রিল আর মে মাসের উপর। ‘কিলবিল সোসাইটি’, ‘পুরাতন’-এর মুক্তি রয়েছে পয়লা বৈশাখে। মে মাসে আসবে ‘আমার বস’। তবে বছরের প্রথম তিনমাসে ১৯টা ছবি ফ্লপ। যেসব প্রযোজক বিনিয়োগ ফেরত পেলেন না, তাঁরা আর বাংলা ছবিতে বিনিয়োগ করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন আছে। মোটের উপর, প্রথম তিন মাসে টলিউডের ঝুলিতে একের পর এক ফ্লপ! তাই দর্শকের একাংশের ভরসা ‘সোনার কেল্লা’ বা ‘নায়ক’-এর মতো কালজয়ী ছবি।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'