Stock Market: পড়েছে বেঞ্চমার্ক, বেড়েছে সেক্টোরিয়াল সূচক, আশা জাগাচ্ছে ভারতের বাজার!
Equity Market: আজ পড়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিএসই ব্যাঙ্কেক্স, নিফটি নেক্সট ৫০, নিফটি ১০০, নিফটি মিডক্যাপ ১০০ ও বিএসই ১০০-এর মতো সূচক।
৯ এপ্রিল ১৩৬ পয়েন্ট পড়ল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স পড়ল ৩৭৯ পয়েন্ট।
আজ পড়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিএসই ব্যাঙ্কেক্স, নিফটি নেক্সট ৫০, নিফটি ১০০, নিফটি মিডক্যাপ ১০০ ও বিএসই ১০০-এর মতো সূচক।
অন্যদিকে নিফটি এফএমসিজি, নিফটি অটোর মতো বেশ কিছু সেক্টোরিয়াল সূচক আজ বেড়েছে। এ ছাড়াও বেড়েছে নিফটি স্মলক্যাপ ২৫০, নিফটি মিডক্যাপ ১৫০ সূচকও।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।