Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘মুসলমান ভাইরা যেন সাবধান থাকেন’, দিলীপ ঘোষ খুঁজলেন ‘মেকি মুসলমানদের’

Dilip Ghosh: দিলীপ ঘোষের বক্তব্য, "ইফতারের রাজনীতি বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন। আমি তো একাদশীর উপবাস করি। আমি তো কাউকে বলতে যাইনি, আমার সঙ্গে উপবাস করুন। মাঝখান থেকে এই ধান্দাবাজগুলো সব গুলিয়ে দিচ্ছে।"

Dilip Ghosh: 'মুসলমান ভাইরা যেন সাবধান থাকেন', দিলীপ ঘোষ খুঁজলেন 'মেকি মুসলমানদের'
দিলীপ ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2025 | 6:19 PM

নদিয়া: রমজান মাসে মুসলমানদের ইফতার পার্টি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের দেখা যায়। এই নিয়ে সরব হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ইফতারের রাজনীতি বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে চায়ে পে চর্চায় যোগ দিয়ে তিনি আরও বলেন, দিলীপ ঘোষ কারও দয়ায় নেতা হয়নি।

ইফতার পার্টিতে নেতা-নেত্রীদের যোগদান নিয়ে এদিন দিলীপ বলেন, “যাঁরা রোজা করেন, তাঁদের জন্য ইফতার। যাঁরা রোজা না করে, মেকি মুসলমান সাজেন, তাঁরা ইসলামের অপমান করছেন। আর ইসলামের কিছু নেতা আছেন, তাঁরা এইসব নেতাদের ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন।”

এখানেই না থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি আরও বলেন, “যাঁরা রোজা করছেন, তাঁরা অবশ্যই ইফতার করবেন। তাঁদের শুভেচ্ছা জানাই। কিন্তু, যাঁরা মেকি মুসলমান, কখনও দাড়ি, কখনও টুপি পরে নমাজ পড়ছেন, ইফতারে যোগ দিচ্ছেন, তাঁদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকেন।”

এই খবরটিও পড়ুন

তাঁর বক্তব্য, “ইফতারের রাজনীতি বন্ধ হোক। ইফতারকে ইফতার হতে দিন। আমি তো একাদশীর উপবাস করি। আমি তো কাউকে বলতে যাইনি, আমার সঙ্গে উপবাস করুন। মাঝখান থেকে এই ধান্দাবাজগুলো সব গুলিয়ে দিচ্ছে।”

এদিন কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় দিলীপের চায়ে পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলার বিজেপি কর্মীরা। গতকাল তৃণমূল নেতা হুমায়ুন কবীর দিলীপ ঘোষের প্রশংসা করেছিলেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপিতে কোণঠাসা করা হচ্ছে দিলীপকে। তা নিয়ে এদিন দিলীপ বলেন, “আমাকে কে কিভাবে সমর্থন করল তাতে আমার কিছু যায় আসে না। হুমায়ুন কবীরের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখনও রয়েছে। তাই সে আমাকে সমর্থন করল নাকি শত্রুতা করল, তাতে আমার কিছু যায় আসে না।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? কারও দয়ায় নেতা হয়নি। কারও দয়ায় টিকে নেই। এভাবে লড়াই করে পার্টি দাঁড় করিয়েছি।”