Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMCP-SFI: ‘বাপের বেটা হলে মাঠে নেমে লড়াই করুক’, SFI-কে চ্যালেঞ্জ TMCP নেতার

TMCP-SFI: লন্ডনে কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকার এসএফআই সমর্থকদের বিরুদ্ধে। তা নিয়ে চাপানউতোর চলছেই। বাম শিবিরের উদ্দেশ্য়ে তীব্র কটাক্ষবাণ ধেয়ে আসছে ঘাসফুল শিবিরের দিক থেকে।

TMCP-SFI: ‘বাপের বেটা হলে মাঠে নেমে লড়াই করুক’, SFI-কে চ্যালেঞ্জ TMCP নেতার
আমির আলমImage Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 4:02 PM

দিনহাটা: “বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দেব। আমরা যদি একবার হাত গুটিয়ে নিই তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না।” দিনহাটার তৃণমূল ছাত্র নেতার মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, লন্ডনে কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সেখানকার এসএফআই সমর্থকদের বিরুদ্ধে। তা নিয়ে চাপানউতোর চলছেই। বাম শিবিরের উদ্দেশ্য়ে তীব্র কটাক্ষবাণ ধেয়ে আসছে ঘাসফুল শিবিরের দিক থেকে। এবার একেবারে রণংদেহি মেজাজে রাজ্যের এসএফআই কর্মী-সমর্থকদের এভাবেই হুমকি দিলেন দিনহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলম। 

লন্ডনের ঘটনার প্রতিবাদে দিনহাটার কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল ছাত্র পরিষদ। মিছিল শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা আমির আলম বলেন, “অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে ইচ্ছে করে বাধা দিয়েছে এসএফআই। মুখ্যমন্ত্রীকে অপমান করেছে। তারই প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গেই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। দিনহাটা কলেজেও হল।” 

এরপরই কার্যত হুঙ্কারের সুরেই আমির বলেন, “আমরা একটু জায়গা দিয়েছি বলে এসএফআই সমর্থকেরা এখনও রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এবার যদি আমরা হাত গুটিয়ে নিই, তাহলে পিটিয়ে ঘরে বসিয়ে দেব। বুকের পাটা থাকলে, বাপের বেটা হলে ময়দানে নেমে আমাদের সঙ্গে লড়াই করুক।” তৃণমূল ছাত্রনেতার এমন হুঁশিয়ারিতে শোরগোল শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে। এদিকে একদিন আগেই আবার উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। সেখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ছবি দেখা যায়। বিক্ষুব্ধ এসএফআই কর্মী-সমর্থকদের হটাতে জলকামানের পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ।