Rail Service: শিয়ালদহ মেইন শাখায় ট্রেন বন্ধ, যাত্রী হয়রানি চরমে

Titagarh: শুক্রবার সকালে টিটাগড় স্টেশনের অদূরে ১২ নম্বর রেলগেটের সামনে আপ ও ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সিগন্যালিং সমস্যা ধরা পড়ে বলে খবর। আর সে কারণেই আপ ও ডাউনের মাঝে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে অফিস টাইমে এভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 23, 2024 | 10:06 AM

উত্তর ২৪ পরগনা: টিটাগড় স্টেশনের কাছে আপ এবং ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি। বন্ধ রেল পরিষেবা। শুক্রবার সকালে অফিসে টাইমে চরম ভোগান্তিতে যাত্রীরা। সমস্যা স্কুল, কলেজের পড়ুয়ারাও। মেরামতির কাজ চললেও কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে তা রেলের তরফে নিশ্চিত করে এখনও জানানো হয়নি। তবে এর কারণে যাত্রী পরিষেবা যে চরম ভোগান্তির মধ্যে পড়বে তা নিশ্চিত। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ট্রেন পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। পরিষেবা চালু হলেও ট্রেন ধীর গতিতে চলবে।

এদিন সকালে টিটাগড় স্টেশনের অদূরে ১২ নম্বর রেলগেটের সামনে আপ ও ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সিগন্যালিং সমস্যা ধরা পড়ে বলে খবর। আর সে কারণেই আপ ও ডাউনের মাঝে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে অফিস টাইমে এভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

যেহেতু এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে প্রচুর পরীক্ষার্থীও রয়েছে ট্রেনে। এদিকে এভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ায় তাঁরাও চরম বিপাকে। সারাইয়ের কাজ শুরু হলেও সমস্যা মিটিয়ে কখন আবার রেল পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মেরামত সম্পূর্ণ হলেও ট্রেনের গতি ঘণ্টাখানেক যে ধীর থাকবে তা জানানো হয়েছে। অর্থাৎ দেরিতে চলবে সমস্ত লোকাল ট্রেন। এই সমস্যার কারণে শিয়ালদহ মেইন শাখায় সমস্ত ট্রেনই দেরিতে চলছে।

উত্তর ২৪ পরগনা: টিটাগড় স্টেশনের কাছে আপ এবং ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি। বন্ধ রেল পরিষেবা। শুক্রবার সকালে অফিসে টাইমে চরম ভোগান্তিতে যাত্রীরা। সমস্যা স্কুল, কলেজের পড়ুয়ারাও। মেরামতির কাজ চললেও কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে তা রেলের তরফে নিশ্চিত করে এখনও জানানো হয়নি। তবে এর কারণে যাত্রী পরিষেবা যে চরম ভোগান্তির মধ্যে পড়বে তা নিশ্চিত। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত ট্রেন পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। পরিষেবা চালু হলেও ট্রেন ধীর গতিতে চলবে।

এদিন সকালে টিটাগড় স্টেশনের অদূরে ১২ নম্বর রেলগেটের সামনে আপ ও ডাউন লাইনের মাঝে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সিগন্যালিং সমস্যা ধরা পড়ে বলে খবর। আর সে কারণেই আপ ও ডাউনের মাঝে পর পর ট্রেন দাঁড়িয়ে পড়ে। এদিকে অফিস টাইমে এভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

যেহেতু এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে, ফলে প্রচুর পরীক্ষার্থীও রয়েছে ট্রেনে। এদিকে এভাবে ট্রেন দাঁড়িয়ে পড়ায় তাঁরাও চরম বিপাকে। সারাইয়ের কাজ শুরু হলেও সমস্যা মিটিয়ে কখন আবার রেল পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে মেরামত সম্পূর্ণ হলেও ট্রেনের গতি ঘণ্টাখানেক যে ধীর থাকবে তা জানানো হয়েছে। অর্থাৎ দেরিতে চলবে সমস্ত লোকাল ট্রেন। এই সমস্যার কারণে শিয়ালদহ মেইন শাখায় সমস্ত ট্রেনই দেরিতে চলছে।