
পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের বিজয়া সম্মিলনীতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কর্মী সমর্থকদের ক্ষোভ উঠে এল প্রকাশ্যে। তবে বিধায়কের দাবি চক্রান্ত করে করা হয়েছে। তবে কি গোষ্ঠীদ্বন্দ্ব, উঠছে প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি, তৃণমূলের নেতা আশিষ হুদাইত, চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাঁড়া, ব্লক তৃণমূলের সভাপতি ছায়া দোলই সহ জেলা তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা।
সভা শুরু হতে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি সমস্ত উপস্থিত কর্মীদের বলেন, সকলে মনোমালিন্য ভুলে বিভেদ ভুলে এক সঙ্গে চলার । জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব বক্তব্য দিয়ে অন্য কর্মসূচিতে চলে যায় এই অনুষ্ঠান ছেড়ে। তার পরে চন্দ্রকোণার বিধায়ক অরূপ ধাঁড়া বক্তব্য দেওয়া শুরু করতেই বেশ কয়েকজন তৃণমূল কর্মীর চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, চেয়ার থেকে উঠে পড়েন অনেকে। তবে বিধায়কের বক্তব্য শেষে তাঁরা শান্ত হন।
তবে বিক্ষোভকারী এক তৃণমূল কর্মীর দাবি, বিধায়ক তাঁদের এলাকাকে বঞ্চিত করে রেখেছেন অনেক কিছু থেকে, তাই তাঁদের এই বিক্ষোভ। তবে এই বিক্ষোভে নিয়ে বিধায়ক অরূপ ধাঁড়াকে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি চক্রান্ত করে করা হয়েছে, দলকে জানাবেন।
ব্লক তৃণমূলের সভাপতি ছায়া দোলই অবশ্য বলেন, “একটা সমস্যা হয়েছে সঠিক, তবে কার বিরুদ্ধে হয়েছে কী হয়েছে দলে আলোচনা করব। তবে যাই হোক চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের তৃণমূলের নেতাকর্মীদের এই গোষ্ঠীদ্বন্দ্ব, জেলা ও রাজ্য নেতৃত্বের অজানা নয়।”