পূর্ব মেদিনীপুর: এগরা পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ ৭ কোটি টাকা উদ্ধার। বুধবার সকালে এগরায় পৌরসভার ইঞ্জিনিয়র চন্দন দাসের বাড়িতে তল্লাশি চালান রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তল্লাশিতে নগদ টাকা ছাড়াও উদ্ধার হয় ভরি ভরি সোনার গয়না। মঙ্গলবার থেকে প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চলছিল। টাকা গোনার জন্য আনা হয়েছিল মেশিনও। এগরার বাড়ি ছাড়াও তল্লাশি চলছিল কলকাতার একটি ফ্ল্যাটে।
জানা গিয়েছে, এগরা পৌরসভারই বাসিন্দা চন্দন দাস । পৌরসভার ইঞ্জিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। ২০২১ খারাপ কাজের জন্য তার বদলি হয় ধূপগুড়ি পৌরসভায়। অভিযোগ চন্দন দাসের আয় বহির্ভূত আর্থিক ও সম্পত্তি রয়েছে। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল, প্ল্যান পাস করিয়ে দেওয়ার নামে ঘুষ নিতেন চন্দন।
মঙ্গলবার দুপুরে চন্দন দাসের এগরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাড়িতে দুর্নীতি দমন শাখা টিম হাজির হয় । একটি দল তল্লাশি চালায়। অপর পক্ষ পুলিশ নিয়ে বাড়ির সামনে মোতায়েন থাকে। কলকাতাতেও আরও একটি ফ্ল্যাট রয়েছে চন্দনের। রাজ্যের আর কত জায়গায় এমন সম্পত্তি রয়েছে, তার খোঁজ করছেন তদন্তকারীরা। চন্দন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।