New Digha: জানা যাচ্ছে, নিউ দিঘার প্রায় ২৫টি হোটেল ও রেস্তরাঁতে আচমকাই তল্লাশি অভিযান চালায় খাদ্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তল্লাশিতে সামনে এল, ঝাঁ চকচকে হোটেলের পিছনে বাসি এবং পচা,অস্বাস্থ্যকর খাবার মজুত করে রাখা হয়েছিল সেগুলিতে।