Pahalgam Terror attack: পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুরুলিয়ার মণীশ

Pahalgam Terror attack: মৃতের ভাই বিনীতরঞ্জন মিশ্র বলেন, "দাদা, বউদি ও তাদের দুই বাচ্চা বেড়াতে গিয়েছিল।" তিনি জানান, পহেলগাঁও থেকে তাঁর দাদাদের বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার কথা ছিল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেখানেই দেখা হওয়ার কথা ছিল।

Pahalgam Terror attack: পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা পুরুলিয়ার মণীশ
মৃত মণীশরঞ্জন মিশ্রImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 23, 2025 | 8:54 AM

পুরুলিয়া: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃতদের মধ্যে পুরুলিয়ার এক ব্যক্তি রয়েছেন। মৃতের নাম মণীশরঞ্জন মিশ্র। তাঁর বাড়ি ঝালদা পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডে। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো(IB) অফিসার ছিলেন। বর্তমানে কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন।

জানা গিয়েছে, গতকালই পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন মণীশ। সেখানেই স্ত্রী ও সন্তানদের সামনে সন্ত্রাসবাদীদের গুলিতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরাও ঝালদা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সড়ক পথে রওনা দিয়েছিলেন। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের কাছেই নৃশংস এই হামলার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা এদিন ভোরে ফিরে আসেন বাড়িতে।

কান্নায় ভেঙে পড়েছেন মণীশরঞ্জন মিশ্রের পরিবারের লোকজন

মৃতের ভাই বিনীতরঞ্জন মিশ্র বলেন, “দাদা, বউদি ও তাদের দুই বাচ্চা বেড়াতে গিয়েছিল।” তিনি জানান, পহেলগাঁও থেকে তাঁর দাদাদের বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার কথা ছিল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেখানেই দেখা হওয়ার কথা ছিল। সেই মতো মণীশের মা-বাবা ও অন্যরা ঝালদা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। মাঝ রাস্তায় হামলার খবর পেয়ে এদিন ভোরবেলায় বাড়িতে ফিরে আসেন। মণীশ রঞ্জনের প্রতিবেশীরা বলছেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভাল ছিল মণীশ। সবার সঙ্গে মিশে যেতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কলকাতার এক যুবকেরও মৃত্যু হয়েছে। মৃতের নাম বিতান অধিকারী। বেহালার বৈশালী পার্কের বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীরের বেড়াতে গিয়েছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। জঙ্গিরা ছাড়া পাবে না বলে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।