লন্ডন: যৌনতায় রেকর্ড গড়ার স্বপ্ন। এমন রেকর্ড গড়তে চান যা অন্য কেউ ভাঙতে পারবে না। তাই ২৪ ঘণ্টায় ১০০০ জনের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত হতে চান নীল ছবির তারকা লিলি ফিলিপ। ইতিমধ্যেই তিনি এর জন্য বিশেষ প্রশিক্ষণও শুরু করেছেন বলে নিজেই জানিয়েছেন। বিশ্বের যেকোনও প্রান্ত থেকেই যে কেউ এই লিলির সঙ্গে এই চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারেন। সমস্ত আবেদনের মধ্যে থেকে ১০০০ জনকে বাছাই করে নেওয়া হবে।
দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘রেকর্ড ব্রেকিং ইভেন্ট অব দ্য ইয়ার’। ২০২৫ সালের জানুয়ারি মাসেই এই অনুষ্ঠান হবে। লিলির লক্ষ্য, ২৪ ঘণ্টার মধ্যে ১০০০ জনের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া।
বর্তমানে এই রেকর্ড রয়েছে আরেক নীলছবির তারকা লিসা স্পার্কের নামে। ২০০৪ সালে পোল্য়ান্ডে এমনই এক প্রতিযোগিতায় ২৪ ঘণ্টায় ৯১৯ জনের সঙ্গে যৌনসম্পর্ক স্থান করেছিলেন তিনি। এবার লিলির লক্ষ্য এই রেকর্ডকেই ভাঙা।
লিলি জানিয়েছেন, এই রেকর্ড গড়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। যতসম্ভব বেশি পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন, যাতে আসল অনুষ্ঠানের দিন তাঁর কোনও সমস্যা না হয়। লিলি জানিয়েছেন, তিনি কয়েক সপ্তাহে ৩০০ জনের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছেন।
লিলির কথায়, “এটা অনেকটা বক্সিং ম্যাচের মতো। আমার মনে হয় শেষে হয়তো আমি খুবই যন্ত্রণায় থাকব, তবে আমার মনের জোরই চ্যালেঞ্জ পূরণ করতে সাহায্য করবে।”
জনপ্রিয় এই তারকার দাবি, ৯টা ৫টার কাজ করার থেকে অনেক বেশি কঠিন যৌনতা। বিশেষ করে একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া।
এদিকে, লিলির এই চ্যালেঞ্জ নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলেই উল্লেখ করেছেন তারা। একাধিক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ায় যৌন সংক্রামক রোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।