Bizarre: বড় চোখ, কালো মাথায় হলদেটে ছাপ! আইসক্রিমের মধ্যে ওটা কী? মুখে দিতেই চমকে গেলেন যুবক

Bizarre: অনেক সময়ই আইসক্রিম খেতে গিয়ে স্বাস্থ্যবিধি বা হাইজিন নিয়ে বিপদে পড়েছেন অনেকেই। সম্প্রতি, অনলাইনে এক নামী কোম্পানির আইসক্রিম অর্ডার করে, তার মধ্যে কাটা আঙুল পেয়েছিলেন মুম্বইয়ের এক চিকিৎসক।

Bizarre: বড় চোখ, কালো মাথায় হলদেটে ছাপ! আইসক্রিমের মধ্যে ওটা কী? মুখে দিতেই চমকে গেলেন যুবক
ভাইরাল সেই ছবিImage Credit source: facebook

|

Mar 09, 2025 | 4:31 PM

থাইল্যান্ড: গরম পড়েছে। আর সেই সূত্র ধরেই বেড়েছে আইসক্রিমের চাহিদা। ছোট থেকে বড়, আইসক্রিমের প্রতি ‘ক্রেভিংস’টা যেন বয়সসীমার উর্ধ্বে। কিন্তু সেই আইসক্রিম কোথায় তৈরি হচ্ছে, কী দিয়েই বা তৈরি হচ্ছে তা কি জানেন?

অনেক সময়ই আইসক্রিম খেতে গিয়ে স্বাস্থ্যবিধি বা হাইজিন নিয়ে বিপদে পড়েছেন অনেকেই। সম্প্রতি, অনলাইনে এক নামী কোম্পানির আইসক্রিম অর্ডার করে, তার মধ্যে কাটা আঙুল পেয়েছিলেন মুম্বইয়ের এক চিকিৎসক। তা নিয়ে মাস কয়েক ধরে জলঘোলাও হয়েছিল বিস্তর। এমনকি, অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছেও।

তবে এবার কাটা আঙুল নয়। আইসক্রিমের মধ্যে মিলল সাপের মাথা। স্বস্তির বিষয় একটাই, এবারের ঘটনাটা আর দেশের অন্দরের নয়। সুদূর থাইল্য়ান্ডের। সেখানে এক পথবিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে বিপদে পড়েছেন এক থাই বাসিন্দা।

বাইরে থেকে দেখতে ঠিকঠাক লাগলেও, আইসক্রিমটা একটু খেতেই চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল সাপের মাথাটা। আইসক্রিমের কাঠিতেই সেটি আটকে। বড় বড় চোখ। কালো মাথায় হলদেটে ছাপ। দেখে চক্ষু চড়কগাছ সেই ব্যক্তির। সঙ্গে সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই উঠল ঝড়। নেট দুনিয়ায় আপাতত ভাইরাল সেই ‘সাপের মাথার আইসক্রিম’।