
অপারেশন সিঁদুর-এ নাস্তানাবুদ হয়েও লজ্জা নেই। ফের জম্মু-কাশ্মীরকে অশান্ত করতে নয়া ছক কষছে পাকিস্তান। ইসলামিক স্টেট খোরসান প্রভিন্স বা ISKP জঙ্গিদের প্রশিক্ষণের জন্য চারটি বিশেষ শিবির বা ক্যাম্প গড়েছে পাকিস্তান। সেখানেই এই জঙ্গিদের অস্ত্র, বোমা, আত্মঘাতী বিস্ফোরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাকিস্তান থেকে প্রথমে আফগানিস্তান ও পরে সেখান থেকে কাশ্মীরে এই জঙ্গিদের ঢোকানোর ছক কষছে পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান ও ইসলামিক স্টেট জঙ্গিরা কাছাকাছি আসতে শুরু করেছে। আফগান তালিবানরা দুজনেরই শত্রু। তাদের উপরে হামলা করতেই প্রাথমিকভাবে ইসলামিক স্টেট জঙ্গিদের বিশেষ ট্রেনিং দিচ্ছে ইসলামাবাদ। কেন্দ্রীয় গোয়েন্দাদের...