মস্কো: বাকি দেশকে ছাপিয়ে এগিয়ে চলেছে ভারত। অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের এই উন্নয়ন দেখে ইর্ষায়িত অনেক দেশই। তবে বন্ধু দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে শোনা গেল কেবলই ভারতের প্রশংসা। তিনি বললেন, “গ্লোবাল সুপার পাওয়ারের তালিকায় ভারতের নাম থাকা উচিত।”
রাশিয়ার সোচি-তে ভালদাই ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “বাকি দেশগুলির তুলনায় ভারতের দ্রুতগতিতে অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে। বিপুল জনসংখ্য়া, প্রাচীন সংস্কৃতির ভারতে বিপুল সম্ভাবনা রয়েছে, তা বিচার করে গ্লোবাল সুপারপাওয়ারের তালিকায় ভারতের থাকা উচিত।”
পুতিন বলেন, “একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে রাশিয়া সম্পর্ক মজবুত করছে। ভারত অসাধারণ একটি দেশ। জনসংখ্যার দিক থেকেও সর্ব বৃহৎ দেশ ভারত। প্রতি বছর ১ কোটি জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে।”
ভারত ও রাশিয়ার বন্ধুত্বের অন্যতম ভিত্তিই হল প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। এই বিষয়ে আরও জোর দিয়ে পুতিন বলেন, “দেখুন ভারতীয় সেনায় কত ধরনের রাশিয়ার সামরিক অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের পারস্পরিক সম্পর্কে বিশ্বাসের প্রমাণ। আমরা শুধুমাত্র ভারতের কাছে অস্ত্র বিক্রি করি না, আমরা মিলিতভাবে তা ডিজাইন করি।”
ব্রাহ্মোস ক্রুজ মিসাইলের উদাহরণ দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, “এই প্রকল্পগুলি দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার প্রমাণ। আগামিদিনেও এই কাজ করব আমরা।”