Balochistan: পাকিস্তানে হিন্দুদের রক্ষা করবে বালোচ, পাক সেনাকে শিক্ষা দেওয়ার শপথ নিয়ে ফেলল

Balochistan: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনিতেই বিশ্বে কোণঠাসা পাকিস্তান। তার উপর বালোচিস্তান হাতছাড়া হওয়ার পথে। অবিলম্বে স্বাধীনতা চাইছে বালোচিস্তান। ভারতের সঙ্গে লড়াইয়ে না পেরে সেই বালোচিস্তানে বসবাসকারী হিন্দুদের উপর পাকিস্তান সেনা অত্যাচার শুরু করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Balochistan: পাকিস্তানে হিন্দুদের রক্ষা করবে বালোচ, পাক সেনাকে শিক্ষা দেওয়ার শপথ নিয়ে ফেলল
বালোচিস্তানে পাকিস্তানের পতাকা টেনে নামানো হয় (ফাইল ফোটো)Image Credit source: X handle

May 09, 2025 | 11:37 AM

বালোচিস্তান: ভারতীয় সেনার সঙ্গে এঁটে উঠতে পারছে না পাকিস্তান। পাক সেনার প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে পাকিস্তানের বালোচিস্তানে বসবাসকারী হিন্দুদের উপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু, বালোচিস্তানের নাগরিকরা স্পষ্ট করে দিয়েছেন, সেখানে বসবাসকারী হিন্দুদের গায়ে আঁচড়ও লাগতে দেবেন না তাঁরা। লেখক তথা মুক্ত বালোচ আন্দোলনের সদস্য মীর ইয়ার বালোচ এক্স হ্যান্ডলে লিখেছেন, বালোচিস্তানে বসবাসকারী হিন্দুদের রক্ষা করতে তাঁরা রয়েছেন।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনিতেই বিশ্বে কোণঠাসা পাকিস্তান। তার উপর বালোচিস্তান হাতছাড়া হওয়ার পথে। অবিলম্বে স্বাধীনতা চাইছে বালোচিস্তান। ভারতের সঙ্গে লড়াইয়ে না পেরে সেই বালোচিস্তানে বসবাসকারী হিন্দুদের উপর পাকিস্তান সেনা অত্যাচার শুরু করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে মীর ইয়ার বালোচ লিখেছেন, “বালোচিস্তানে বসবাসকারী হিন্দুদের আশ্বস্ত করছি, কোনও চিন্তা করবেন না। পাকিস্তান সেনার সন্ত্রাস ও আগ্রাসন থেকে হিংলাজ মাতা মন্দির ও হিন্দুদের রক্ষা করতে আমরা রয়েছি। পাকিস্তানের কাপুরুষ সেনাকে এমন শিক্ষা দিতে পারি যা তাদের সাত পূর্বপুরুষ ভুলবে না।”

ভারত-পাকিস্তানের টানাপোড়েন বাড়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা হয়। হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে একটি জঙ্গি সংগঠন। যারা পাকিস্তানের জঙ্গির সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে স্পষ্ট করে দিয়েছে ভারত। গতকাল ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, “২২ এপ্রিল পহেলগাঁওয়ে প্রথম হামলা চালায় পাকিস্তান।”

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব গত ৭ মে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারত। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গিঘাঁটি। ভারত অবশ্য স্পষ্ট করে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোতে আঘাত হানা হয়নি। সাধারণ নাগরিকদের উপরও হামলা হয়নি।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-র পর পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে। এমনকি, সীমান্তবর্তী একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করে। মিসাইল ছোড়ে। ড্রোন হামলা চালায়। কিন্তু, পাকিস্তান সেনার প্রত্যেকটি হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা। বিদেশ সচিব বিক্রম মিস্রি হুঁশিয়ারি দিয়েছেন, “পাকিস্তান হামলা করলে তার যোগ্য জবাব দেবে ভারত।” এই পরিস্থিতিতে বালোচিস্তানে হিন্দুদের উপর পাক সেনার অত্যাচারের আশঙ্কা তৈরি হয়েছে। তেমন পরিস্থিতি হলে পাক সেনাকে সবক শেখাতে তাঁরা প্রস্তুত বলে হুঙ্কার দিলেন মীর ইয়ার বালোচ।