সইফের ছবির ফার্স্ট লুক পোস্ট করলেন করিনা
ডালহৌসিতে আজ থেকে শুরু হল সইফ আলি খান, অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেজ, জাভেদ জাফরি অভিনীত “ভূত পুলিশ”-এর শুটিং

Tv9 বাংলা ডিজিটাল: স্বামীর ছবির শুটিং শুরু হল। স্ত্রী করিনা (kareena Kapoor) পোস্ট করলেন ছবির ফার্স্ট লুক। ইনস্টাগ্রামে করিনা লিখলেন, “নিউ নর্মাল ইজ প্যারানর্মাল।”
শুধু স্ত্রী নন, বাবার ছবির ফার্স্ট লুক ইনস্টাগ্রাম স্টোরিতে প্রচার করলেন মেয়ে সারা আলি খান। ‘হ্যাশট্যাগ’–এ প্রথমে রাখলেন সইফের নাম।

সারা আলি খান-এর ইনস্টা স্টোরি
ডালহৌসিতে আজ থেকে শুরু হল সইফ আলি খান (Saif Ali Khan), অর্জুন কাপুর (Arjun Kapoor), ইয়ামি গৌতম (Yami Gautam), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline fernandez), জাভেদ জাফরি অভিনীত (Bhoot police) ‘ভূত পুলিশ’–এর শুটিং। হরর কমেডি এই ছবির ঘোষণা হয়েছিল ২০১৯ সালে, তবে কাস্টিংয়ে কিছু বদল হওয়ায়, ছবিটি পিছিয়ে যায়। ঠিক ছিল ছবিতে থাকবেন ‘ছোটে নবাব’, আলি ফজল এবং ইয়ামি গৌতম। তবে এখন ছবির নতুন সংযোজনে রয়েছেন অর্জুন কাপুর এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।
পরিচালক পবন কৃপালিনী বলেন, “অ্যাডভেঞ্চার–কমেডি ধর্মীয় এই ছবিতে সইফ–অর্জুনের যুগলবন্দী একেবারে পারফেক্ট। দু়’জনকেই একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে যা ছবির মেজাজের জন্য ভীষণ প্রয়োজন।”
হিমাচল প্রদেশে চলছে ছবির শুটিং। ছবির পরতে পরতে থাকবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবিতে ধরা পড়েছে ফিল্মের গোটা কাস্টিং। চার্টার্ড প্লেনের সামনে মুখে মাস্ক পরে দাঁড়িয়ে রয়েছেন ছবির নায়ক–নায়িকা এবং পরিচালক।
ইয়ামি গৌতমের ইনস্টাগ্রামের পোস্টেও ধরা পড়ে ডালহৌসির কিছু সিনিক বিউটি। কখনও পাহাড়ের ভিডিও ক্লিপ। আবার কখনও মেরুন জ্যাকেট পরিহিতা ইয়ামি পোস্ট করছেন ‘নো ফিল্টার’ সেলফি।
