AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শুভারম্ভ’! কী নতুন করে শুরু করলেন ভিকি কৌশল?

TV9 বাংলা ডিজিটাল: কোভিড আমাদের সকলেরই জীবন বদলে দিয়েছে অনেকটাই। লকডাউন পর্বে বাড়িতে বসে শুটিং (shooting) করতে বাধ্য হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কেউ বা কাজ ছাড়া বসে ছিলেন। নিউ নর্মালে ফের শুটিং ফ্লোরে ফিরছেন সকলে। কিছু প্রজেক্ট এখনই শুরু না হলেও নতুন কাজ ধীরে ধীরে শুরু হচ্ছে। এতদিন পরে ফ্লোরে ফিরতে পেরে খুশি সকলেই। ব্যতিক্রমী নন ভিকি […]

'শুভারম্ভ'! কী নতুন করে শুরু করলেন ভিকি কৌশল?
ভিকি কৌশল।
| Updated on: Nov 25, 2020 | 12:10 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: কোভিড আমাদের সকলেরই জীবন বদলে দিয়েছে অনেকটাই। লকডাউন পর্বে বাড়িতে বসে শুটিং (shooting) করতে বাধ্য হয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কেউ বা কাজ ছাড়া বসে ছিলেন। নিউ নর্মালে ফের শুটিং ফ্লোরে ফিরছেন সকলে। কিছু প্রজেক্ট এখনই শুরু না হলেও নতুন কাজ ধীরে ধীরে শুরু হচ্ছে। এতদিন পরে ফ্লোরে ফিরতে পেরে খুশি সকলেই। ব্যতিক্রমী নন ভিকি কৌশলও (Vicky Kaushal)। এতদিন পরে শুটিংয়ে (Vicky Kaushal movies) ফিরে নিজের খুশি গোপন করেননি তিনি। প্রথমদিনের প্রস্তুতির ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, শ্রাবন্তী নন, অন্য কোনও ‘বিশ্বাসযোগ্য’র ছবি শেয়ার করলেন রোশন!

ভিকির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মেকআপ ভ্যানের ভিতর আয়নার সামনে বসে রয়েছেন তিনি। টেবিলে ছড়ানো মেকআপের সরঞ্জাম। হাতে স্ক্রিপ্ট নিয়ে বসে ভিকি। ক্যামেরার দিকে তাকিয়ে ভিকট্রি সাইন দেখাচ্ছেন তিনি। হাসিমুখ বলে দিচ্ছে শুটিংয়ে ফেরার আনন্দে রয়েছেন অভিনেতা।

আরও পড়ুন, করিনার কাছে প্রকাশ্যেই একটি বিশেষ জিনিসের দাবি করলেন মালাইকা!

এই ছবির ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘শুভারম্ভ’। ঠিক কোন ছবির শুটিং করছেন, তা খোলসা করেননি তিনি। বহু অনুরাগী ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ‘ভূত: পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’-এ অভিনয় করেছিলেন তিনি। নতুন কোন ছবি শুরু করলেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চলছে জল্পনা। বলি সূত্রে খবর, যশ রাজ ফিল্মসের একটি কমেডি ছবিতে অভিনয় করতে পারেন ভিকি। যেখানে তাঁর বিপরীতে নাকি মানুষী চিল্লারকে দেখা যাবে। অন্যদিকে সব কিছু ঠিক থাকলে ২০২১-এর ১৫ জানুয়ারি মুক্তি পাবে ভিকি অভিনীত ‘সর্দার উধম সিং’।

আরও পড়ুন, ‘মানি হেস্ট’-এর রাকেল গাইলেন সলমনের ছবির গান!

লকডাউনে কখনও বাড়ির ফ্যান পরিষ্কার করার ছবি শেয়ার করেছেন ভিকি। কখনও বা বারান্দায় দাঁড়িয়ে নিঃসঙ্গ বিকেলের ছবি দেখেছেন অনুরাগীরা। আর সকলের মতোই তিনিও যে প্রবল ভাবে কাজে ফিরতে চাইছিলেন, তা তাঁর সোশ্যাল পোস্টেই স্পষ্ট ছিল। এতদিন পরে অবশেষে এল সেই সুযোগ। আনলক পর্বে নতুন উদ্য়োমে শুটিং শুরু করলেন অভিনেতা।