AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আমরা ক্লান্ত, কিন্তু করোনা ক্লান্ত নয়! আরও বেশি করে সতর্ক হওয়ার বার্তা দিলেন হু প্রধান

সারা বিশ্বে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ৫কোটি ২৫ লক্ষরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১২ লক্ষ ৯১ হাজারেরও বেশি মানুষ।

আমরা ক্লান্ত, কিন্তু করোনা ক্লান্ত নয়! আরও বেশি করে সতর্ক হওয়ার বার্তা দিলেন হু প্রধান
টেড্রস আধানম। ফাইল চিত্র
| Updated on: Nov 12, 2020 | 2:31 PM
Share

TV9 বাংলা ডিজিটাল: আমরা করোনা নিয়ে ক্লান্ত, কিন্তু করোনা ক্লান্ত নয় (Coronavirus is not tired of us)। এই বার্তা দিয়ে আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম। প্যারিস শান্তি ফোরামে হু কর্তা বললেন , “আমার হয়তো করোনা নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু মোটেই করোনা আমাদের নিয়ে ক্লান্ত হয়নি। ইউরোপের প্রত্যেকটি দেশ করোনার সঙ্গে লড়াই করছে। পরিস্থিতি এতটুকু বদলায়নি।”

সম্প্রতি ইউরোপের একাধিক দেশে করোনার ‘সেকেন্ড ওয়েভ’ এসেছে। যার ফলে দ্বিতীয় বার লকডাউনের পথে হেঁটেছে ফ্রান্স। আমেরিকায় করোনা রোজ ছক্বা হাকাচ্ছে। সে দেশে এখন রোজ প্রায় ১ লক্ষ ৫০ হাজার মানুষ করোনার কবলে পড়ছেন। ব্রাজিলের পরিস্থিতিও শোচনীয়। শুধু আমেরিকাতেই করোনা আক্রান্তর সংখ্য়া ১ কোটি ৭ লক্ষ ছাড়িয়েছে। মার্কিন মুলুকে করোনা হানায় প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪৭ হাজারেরও বেশি মানুষ।

আমেরিকার পরেই সর্বোচ্চ করোনা আক্রান্ত ভারতে। এ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ লক্ষ ৮৩ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় আক্রান্তর সংখ্যা ৪৭ হাজার ৯০৫। দেশে করোনার কবলে প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ১২১ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজারেরও বেশি।

আরও পড়ুন: ভারতীয় মেয়েকে বিয়ে করে এ দেশেই থেকে যান বাইডেনের ‘গ্রেট, গ্রেট, গ্রেট, গ্রেট, গ্রেট গ্র্যান্ডফাদার’

সারা বিশ্ব এখন সচল হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব পরিষেবা। আর তাতেই আরও দ্রুত ছড়াচ্ছে মারণ ভাইরাস। আমেরিকায় নির্বাচনের প্রভাব পড়েছে করোনার দ্রুততায়। আগের থেকে আরও বেশি সংক্রমণ হচ্ছে সে দেশে। সারা বিশ্বে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ৫কোটি ২৫ লক্ষরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ১২ লক্ষ ৯১ হাজারেরও বেশি মানুষ।