Gold Price Today: সোনায় সোহাগা, রাখী বন্ধনের দিন সস্তা হয়ে গেল সোনা-রুপো! উপহারটা কিনেই ফেলুন…

Gold Price Today: সোনার গহনা উপহার দিতেই পারেন দিদি বা বোনকে। বাজেট একটু কম থাকলে, দিতে পারেন রুপোর উপহার। আজ আরও সোনায় সোহাগা, কারণ রাখী বন্ধনে কমল সোনার দাম।

Gold Price Today: সোনায় সোহাগা, রাখী বন্ধনের দিন সস্তা হয়ে গেল সোনা-রুপো! উপহারটা কিনেই ফেলুন...
প্রতীকী চিত্রImage Credit source: Meta AI

|

Aug 19, 2024 | 8:37 AM

কলকাতা: আজ রাখী বন্ধন উৎসব। ভাই-বোনের অটুট সম্পর্কের চিহ্ন এই উৎসব। ভাইয়ের মঙ্গল কামনায় দিদি বা বোন হাতে রাখী বাঁধে। এই মিষ্টি-মধুর দিনে ভাই-বোনের ভালবাসা, খুনসুটিকে আরও মজার করে তোলে উপহার। অনেক দাদাই ভেবে উঠতে পারেন না যে রাখীতে বোনকে কী উপহার দেবেন। আপনিও যদি এই সংশয়ে থাকেন, তবে সোনার গহনা উপহার দিতেই পারেন দিদি বা বোনকে। বাজেট একটু কম থাকলে, দিতে পারেন রুপোর উপহার। আজ আরও সোনায় সোহাগা, কারণ রাখী বন্ধনে কমল সোনার দাম। পাশাপাশি রুপোও সস্তা হয়েছে। তবে আর দেরি কেন? তবে সোনার দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, সোমবার ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৬৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৬ হাজার ৬৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭২ হাজার ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও আজ কমেছে। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪ হাজার ৫৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার মতো রুপোর দামও আজ কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৮৫৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৫ হাজার ৯০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)