আন্দামান ও নিকোবর লোকসভা কেন্দ্র (Andaman and Nicobar Lok sabha constituencies)

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস রামায়ণ যুগের বলে মনে করা হয়। রামায়ণ যুগে এই অঞ্চলটি হন্দুকামন নামে পরিচিত ছিল। যদিও পরবর্তীতে এর নাম কয়েকবার পরিবর্তন হয়। প্রথম শতাব্দীতে এই এলাকাকে বলা হত আগদেমন।

আন্দামান ও নিকোবর লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন সাংসদ দল
Andaman and Nicobar Andaman and Nicobar Islands Kuldeep Rai Sharma কংগ্রেস

দেশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই অঞ্চলটি বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত। এই দ্বীপপুঞ্জটি ছোট এবং বড় মিলিয়ে প্রায় ৫৭২টি  দ্বীপ নিয়ে গঠিত, যদিও এই দ্বীপগুলির মধ্যে কয়েকটিতে লোকজন বাস করে। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানী হল, পোর্ট ব্লেয়ার। ভৌগলিকভাবে এই অঞ্চলটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে পড়ে। এটি ইন্দোনেশিয়ার আচেহ থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত, যেখানে আন্দামান সাগর এটিকে থাইল্যান্ড এবং মায়ানমার থেকে পৃথক করেছে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস রামায়ণ যুগের বলে মনে করা হয়। রামায়ণ যুগে এই অঞ্চলটি হন্দুকামন নামে পরিচিত ছিল। যদিও পরবর্তীতে এর নাম কয়েকবার পরিবর্তন হয়। প্রথম শতাব্দীতে এই এলাকাকে বলা হত আগদেমন।

প্রশ্ন- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কয়টি লোকসভা আসন রয়েছে?

উত্তর - একটি মাত্র লোকসভা আসন রয়েছে।

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোন দল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জিতেছে?

উত্তর - কংগ্রেস

প্রশ্ন- ২০১৯ লোকসভা নির্বাচনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কত শতাংশ ভোট পড়েছে?

উত্তর - ৬৫.১২ শতাংশ

প্রশ্ন- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভা আসনের সাংসদের নাম কী?

উত্তর – কুলদীপ রাই শর্মা

প্রশ্ন- ২০১৯ সালে এই লোকসভা আসনে কংগ্রেস কত ভোটে বিজেপিকে পরাজিত করেছিল?

উত্তর: বিজেপির বিশাল জলি ১,৪০৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪