AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

5

DADRA NAGAR HAVELI লোকসভা কেন্দ্রের ফলাফল

দাদরা নগর হাভেলির প্রাকৃতিক সৌন্দর্যও দেখার মতো। সেখানে রয়েছে সবুজ বনাঞ্চল, সুন্দর জলপ্রপাত, সুদূরপ্রসারী পর্বতমালা, উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্যও চোখে পড়ার মতো। পর্তুগীজরা এখানে দীর্ঘকাল রাজত্ব করেছিল। প্রায় ১৭৮৩ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত দাদরা ও নগর হাভেলি দখল করে এবং ১৯৫৪ সাল পর্যন্ত এই জায়গাটি শাসন করে। উত্তরে গুজরাট এবং দক্ষিণে মহারাষ্ট্রের মধ্যে ৪৯১ বর্ গকিলোমিটার জুড়ে রয়েছে দাদরা নগর হাভেলি। এলাকাটি পর্তুগিজ শাসকদের হাত থেকে মুক্ত হয় ১৯৫৪ সালের ২ অগস্ট।

DADRA NAGAR HAVELI লোকসভা কেন্দ্রের তালিকা

রাজ্য আসন প্রার্থী ভোট দল ফল
Dadra Nagar Haveli Dadra and Nagar Haveli DELKAR KALABEN MOHANBHAI 121074 BJP Won

আগে দাদরা এবং নগর হাভেলি ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ২০২০ সালের ২৬ জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার এই অঞ্চলটিকে দমন এবং দিউয়ের সঙ্গে মিশিয়ে দেয়। সরকারের এই সিদ্ধান্তের পর, দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম পরিবর্তন করে 'দাদরা ও নগর হাভেলি' এবং 'দমন ও দিউ' করা হয়েছে। এই পরিবর্তনের পরে, কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দাদরা এবং নগর হাভেলি দুটি জেলা হিসেবে চিহ্নিত হয়েছে।

দাদরা নগর হাভেলির প্রাকৃতিক সৌন্দর্যও দেখার মতো। সেখানে রয়েছে সবুজ বনাঞ্চল, সুন্দর জলপ্রপাত, সুদূরপ্রসারী পর্বতমালা, উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্যও চোখে পড়ার মতো। পর্তুগীজরা এখানে দীর্ঘকাল রাজত্ব করেছিল। প্রায় ১৭৮৩ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত দাদরা ও নগর হাভেলি দখল করে এবং ১৯৫৪ সাল পর্যন্ত এই জায়গাটি শাসন করে। উত্তরে গুজরাট এবং দক্ষিণে মহারাষ্ট্রের মধ্যে ৪৯১ বর্ গকিলোমিটার জুড়ে রয়েছে দাদরা নগর হাভেলি। এলাকাটি পর্তুগিজ শাসকদের হাত থেকে মুক্ত হয় ১৯৫৪ সালের ২ অগস্ট।

প্রশ্ন- ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দাদরা ও নগর হাভেলি আসনে কে জিতেছিলেন?

উত্তর: স্বতন্ত্র প্রার্থী মোহনভাই সঞ্জীভাই ডেলকার জয়ী হয়েছিলেন।

প্রশ্ন- ২০২১ সালে দাদরা ও নগর হাভেলি আসনের উপনির্বাচনে কোন দল জিতেছিল?

উত্তর- শিবসেনা

প্রশ্ন- দাদরা ও নগর হাভেলি লোকসভা আসনটি কি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত?

উত্তর - হ্যাঁ, এই আসন এসটি-এর জন্য সংরক্ষিত৷

প্রশ্ন- ২০১৪ সালের সংসদ নির্বাচনে দাদরা ও নগর হাভেলি আসনে কোন দল জিতেছিল?

উত্তর – ভারতীয় জনতা পার্টি।

প্রশ্ন- ২০০৯ সালের লোকসভা নির্বাচনে দাদরা ও নগর হাভেলি আসনে কোন দল জিতেছিল?

উত্তর – ভারতীয় জনতা পার্টি

ভোটের খবর ২০২৪