Bengal Election 2021 : পুরনো অভ্যাস! বিমান-মানিকের সামনেই সিপিএম-কে ‘স্বৈরাচারী’ বললেন অধীর

ভরা জনসভায় জোটসঙ্গী সিপিএমকে হঠাৎই 'স্বৈরাচারী' বলে বসেন অধীর। যদিও সঙ্গে সঙ্গেই ভুল বুঝতে পেরে তৃণমূলের দিকে কটাক্ষের মোড় ঘুরিয়ে দেন কংগ্রেস নেতা।

| Updated on: Apr 07, 2021 | 2:57 PM

মঞ্চে তখন উপস্থিত বিমান বসু (Biman Basu), মানিক সরকার (Manik Sarkar)। জনসভায় চলছে সংযুক্ত মোর্চার সমর্থনে একের পর এক ভাষণ। তারই মাঝে অধীরের মন্তব্যে অস্বস্তিতে বাম-কংগ্রেস-আইএসএফ জোট (Left-Congress-ISF Alliance)।

ভরা জনসভায় জোটসঙ্গী সিপিএমকে (CPIM) হঠাৎই ‘স্বৈরাচারী’ বলে বসেন অধীর (Adhir Ranjan Chowdhury)। যদিও সঙ্গে সঙ্গেই ভুল বুঝতে পেরে তৃণমূলের (Trinamool) দিকে কটাক্ষের মোড় ঘুরিয়ে দেন কংগ্রেস (Congress) নেতা।

নিছক মুখ ফস্কে বলে ফেললেও ইতিমধ্যে অধীরের বক্তব্যকে ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। তবে কি দীর্ঘদিনের অভ্যাসেই এমন বক্তব্য অধীরের? ভোটের (West Bengal Assembly Election) বাজারে প্রশ্ন কিন্তু উঠছে বঙ্গের রাজনৈতিক মহলে।

 

[embedyt] [/embedyt]

Follow Us: