Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বালাই ষাট! কৌতুহলের অবসান ঘটিয়ে সামনে এলেন আমিরের বহুআলোচিত বান্ধবী

Aamir Khan: ১৯৮৬ সালে প্রথম বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ২০০২ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। সেই সম্পর্কের মেয়াদও ফুরিয়ে যায় ২০২১ সালে। এবার ২০২৪ সালের শেষ থেকে শোনা যায় আমির খানের জীবনে নতুন নারীর আগমন ঘটেছে।

বালাই ষাট! কৌতুহলের অবসান ঘটিয়ে সামনে এলেন আমিরের বহুআলোচিত বান্ধবী
Follow Us:
| Updated on: Mar 13, 2025 | 6:22 PM

আজ বলিউডের অন্দরমহলে বিগ-সেলিব্রেশন। কারণ, আমির খানের জন্মদিন বলে কথা। এদিন মধ্য রাতেই ইন্ডাস্ট্রির দুই বন্ধু শাহরুখ খান, সলমন খান হাজির হয়েছিলেন তাঁর বাড়িতে। এমন জন্মদিন বহুদিন পর তাঁর জীবনে এসেছে। এদিন দুপুরে কেক কেটে সকলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন মিস্টার পারফেকশনিস্ট। আর সেখানেই তিনি জানালেন, দোলযাত্রার ঠিক আগের দিন তাঁর জন্ম হয়েছিল। এবার জন্মদিনটা তেমনই তিথিতে পড়েছে। বহু বছর পর। তাই তাঁর মন বেশ খুশি। আর সেই খুশির মুহূর্তে সকলের সঙ্গে এক আনন্দের মুহূর্তও ভাগ করে নিলেন আমির খান।

গত দুই-তিন মাস ধরেই শোনা গিয়েছিল আমিরের জীবনে নতুন প্রেম উঁকি দিয়েছে। যাঁর নাম গৌরী। এবার জন্মদিনের দিন সেই গৌরীকেই সামনে আনলেন তিনি। যদিও ছবি প্রকাশ্যে এলো না। তবে তিনিই যে আমিরের জীবনে তৃতীয় নারী, তা স্পষ্ট করে দিলেন নায়ক। গৌরী ইন্ডাস্ট্রির কেউ নন। বেঙ্গালুরুর মেয়ে তিনি। শোনা যায় গৌরী ও আমির খানের বিয়ের পরিকল্পনাও রয়েছে। তবে সে বিষয় কিছু বললেন না আমির।

১৯৮৬ সালে প্রথম বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা। রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ২০০২ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। সেই সম্পর্কের মেয়াদও ফুরিয়ে যায় ২০২১ সালে। এবার ২০২৪ সালের শেষ থেকে শোনা যায় আমির খানের জীবনে নতুন নারীর আগমন ঘটেছে। তবে তিনিই যে গীতা সে খবর বিটাউনের অন্দরমহলে থাকলেও, প্রকাশ্যে কখনও আসতে দেননি তাঁরা। এবার জন্মদিনে দেখা গেল সেই গীতাকেই। আর মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই খবর। একপ্রকার সেই সম্পর্ককে সকলের সামনে আনলেন অভিনেতা।