ভক্তর ফোন ক্যামেরার সামনে ঘনিষ্ঠ ঐশ্বর্য-অভিষেক! বিমানবন্দরে তারপর কী ঘটল জানেন?

গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে অভিষেক ও ঐশ্বর্য প্রায় রোজই প্রমাণ দিচ্ছেন, তাঁদের 'ঢাই অক্ষর প্রেমে'র। এই যেমন সম্প্রতি মুম্বই বন্দরেও মিলল তাঁর প্রমাণ।

ভক্তর ফোন ক্যামেরার সামনে ঘনিষ্ঠ ঐশ্বর্য-অভিষেক! বিমানবন্দরে তারপর কী ঘটল জানেন?

|

Aug 11, 2025 | 1:25 PM

গুঞ্জনপাড়া সব সময় বলেই চলেন, জুনিয়র বচ্চনের পরিবারে নাকি অশান্তির কালো ছায়া। স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে ডিভোর্স হবেই হবে। আবার রটেছিল অভিনেত্রী নিম্রত কৌরের সঙ্গে নাকি সম্পর্কে জড়ানোর কারণেই অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে অশান্তির শুরু। তবে সব রটনা, নিন্দা, জল্পনা, গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে অভিষেক ও ঐশ্বর্য প্রায় রোজই প্রমাণ দিচ্ছেন, তাঁদের ‘ঢাই অক্ষর প্রেমে’র। এই যেমন সম্প্রতি মুম্বই বন্দরেও মিলল তাঁর প্রমাণ।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, মুম্বই বিমানবন্দরে এক ভক্তর ফোন ক্য়ামেরার সামনে ঐশ্বর্য রাই বচ্চনকে জড়িয়ে পোজ দিলেন অভিষেক বচ্চন। দুজনের মুখেই মিষ্টি হাসি। এই প্রেম পোজই যেন প্রমাণ দিল, তাঁদের অন্তরে ও সংসারের অন্দরে সবই রয়েছে একেবারে পারফেক্ট। তাঁদের বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন চলছে, তা একেবারেই সস্তা গসিপ, তাও যেন প্রমাণ করে দিলেন বলিউডের এই চর্চিত তারকা জুটি।