আরাধ্যা-ঐশ্বর্যকে ছাড়াই মা-দিদির সঙ্গে শহর ছাড়লেন অভিষেক, উস্কে গেল বিচ্ছেদ জল্পনা
Bollywood Gossip: ২০২৩ সাল থেকে এই জুটির বিচ্ছেদের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই। তবে সম্প্রতিতে যে ছবি বার বার সামনে উঠে আসছে, তা যেন কিছুতেই জল্পনার অবসান হতে দিচ্ছে না।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। একে অন্যের সঙ্গে সংসার পেতেছেন আজ বহুবছর। প্রেমের বিয়ে তাঁদের। রয়েছে এক কন্যা সন্তানও। তবে বিয়ের পর থেকেই বারবার তাঁদের বিচ্ছেদের খবর সামনে উঠে আসতে দেখা গিয়েছে। বয়সে বড় ঐশ্বর্য। কেরিয়ার তখন তাঁর মধ্য গগণে। সেই সময় অভিষেককে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর তখন থেকেই অনেকে অনুমান করেছিলেন এই সম্পর্ক হয়তো বেশিদিন টিকবে না। যদিও নিন্দুকের মুখে ছাই দিয়ে তাঁরা দিব্যি সংসার করে চেছেন। তবে ২০২৩ সাল থেকে এই জুটির বিচ্ছেদের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের কাউকেই। তবে সম্প্রতিতে যে ছবি বার বার সামনে উঠে আসছে, তা যেন কিছুতেই জল্পনার অবসান হতে দিচ্ছে না।
এবার কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার ছবিও দিল একই ইঙ্গিত। সেখানে বচ্চন পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। তবে অভিষেক বচ্চনকে দেখা গেল মা ও দিদি শ্বেতার সঙ্গে পুজো দিতে। তবে সেখানে দেখা যায়নি ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনকে। এর এই ছবি সামনে আসতেই আবারও নানা জনের নানা মত। পরিবারের সকলে একসঙ্গে থাকলেও থাকলেন না কেন পুত্রবধূ, তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।
Actors and mother-son duo, Jaya Bachchan and Abhishek Bachchan visited and offered prayers at Kashi Vishwanath Temple in Varanasi, Uttar Pradesh.
(Pics: Kashi Vishwanath Temple PRO) pic.twitter.com/317mQlKsFi
— ANI (@ANI) July 11, 2024
ফলে আরও একবার জল্পনা গেল উস্কে। যদিও এই জুটি যে একই সঙ্গে রয়েছেন এখন তা স্পষ্ট। তবে সূত্রের খবর, তাঁদের মাঝে বেড়েছে দূরত্ব। সন্তানের মুখ চেয়েই নাকি তাঁরা বিচ্ছেদের খবর সামনে আনছেন না।