টানা ১২ ঘন্টা নির্যাতণ, মুক্তিপণ দাবি, ‘স্ত্রী ২’ অভিনেতার অপহরণ ঘিরে তোলপাড়

Dec 11, 2024 | 1:30 PM

Big News: কথা ছিল দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই তাঁকে নির্দিষ্ট গাড়িতে করে নিয়ে যাওয়া গবে অনুষ্ঠানের ভেনুতে। গাড়িও দাঁড়িয়েছিল। তবে সেই গাড়ি যথাস্থানে পৌঁছানোর আগেই মোড় পাল্টে ফেলে।

টানা ১২ ঘন্টা নির্যাতণ, মুক্তিপণ দাবি, স্ত্রী ২ অভিনেতার অপহরণ ঘিরে তোলপাড়

Follow Us

সদ্য কমেডিয়ান সুনীল পালের অপহরণের ঘটনা সামনে এসেছে। এক অনুষ্ঠানে যোগদান করার নামে তাঁকে ডেকে পাঠানো হয়, তারপরই নিখোঁজ হয়ে যান কমেডিয়ান। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক চাঞ্চল্যকর খবর সামনে উঠে এল। এবার অভিনেতা মুস্তাক খান। এক অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে অপহরণের ছক বানানো হয়। মুস্তাকের টিমের পক্ষ থেকে জানানো হয়, দিল্লিতে এক অ্যাওয়ার্ড শো-এ যোগদানের নিমন্ত্রণ আসে তাঁর কাছে। সঙ্গে চলে আসে বিমানের টিকিটও। ব্যঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা। সবটা ঠিক-ঠিক থাকায় যথা সম রওনা দিয়েছিলেন অভিনেতা। কথা ছিল দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকেই তাঁকে নির্দিষ্ট গাড়িতে করে নিয়ে যাওয়া গবে অনুষ্ঠানের ভেনুতে। গাড়িও দাঁড়িয়েছিল। তবে সেই গাড়ি যথাস্থানে পৌঁছানোর আগেই মোড় পাল্টে ফেলে। বিজনোর কোনও এক এলাকাতে নিয়ে গিয়ে আটকে রাখা হয় অভিনেতাকে। ১২ ঘন্টা ধরে চলে নির্যাতণ।

অভিনেতার বাড়িতে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণও দাবি করা হয়। তবে ভাগ্যের ওপর ভরসা রেখেছিলেন অভিনেতা। ভোরের দিকে তিনি আচমকাই আজানের আওয়াজ শুনতে পান। তিনি বুঝতে পারেন, আশে পাশে কোথাও একটা মসজিত আছে। ফাঁক বুঝেই সেখান থেকে পালিয়ে যান তিনি। তারপর স্থানীয় মানুষ ও পুলিশের সাহায্য নিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। বর্তমানে ঘটনার তদন্ত করছে পুলিশ। বিমানবন্দরের টিকিট থেকে শুরু করে গাড়ির নম্বর, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, ব্যঙ্ক অ্যাকাউন্ট নম্বর সবই অভিনেতা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন পুলিশকে। যদিও পর পর দুই অপহরণের ঘটনা চিন্তা বাড়িয়ে তুলেছে পুলিশের।

Next Article