‘অন্তঃসত্ত্বা ঐশ্বর্য’, খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক বচ্চনবধূ, বললেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 14, 2024 | 1:32 PM

Aishwarya Pregnancy Controversy: পেটে সামান্য মেদ মানেই তিনি মা হতে চলেছেন। ঢিলেঢালা পোশাক পরা মাত্রই শুনতে হয় বেবিবাম্প লুকচ্ছেন বেবিবাম্প। সত্যি কি তাই ? ঐশ্বর্য কি লুকচ্ছেন তাঁর বেবিবাম্প?

অন্তঃসত্ত্বা ঐশ্বর্য, খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক বচ্চনবধূ, বললেন
পরবর্তীতে রাজ কুমার রাও-এর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে মানা করে দিয়েছিলেন। যদিও বলিউডের অন্দরমহলে ছিল অন্য খবর।

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারের শুরু থেকেই একাধিকবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এক একটি সাফল্যের খবর, কখনও আবার ব্যক্তি জীবনে জড়িয়ে থাকা নানা বিতর্ক। ঐশ্বর্যের কাছে কটাক্ষ যেন এখন প্রায় জলভাত। কখনও প্রেম, কখনও সম্পর্কে বিচ্ছেদ, কখনও সংসার ভাঙার গুঞ্জন, কখনও আবার বডিশেমিং। তালিকা থেকে কিছুই যেন বাদ পড়ে না। তিনি বারবরই এসব এড়িয়ে গিয়েছেন। কিন্তু মাঝে মধ্যে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন সরব হতেও দেখা গিয়েছে তাঁকে। কয়েকমাস আগেই ঘটে তেমনই এক ঘটনা। সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি বাস্তবটা কী?

সেলেবদের শরীরের গঠন দেখে অনেক সময় অনেকেই মন্তব্য করে বসেন, কেউ অন্তঃসত্ত্বা। পেটে সামান্য মেদ মানেই তিনি মা হতে চলেছেন। ঢিলেঢালা পোশাক পরা মাত্রই শুনতে হয় বেবিবাম্প লুকচ্ছেন বেবিবাম্প। সত্যি কি তাই ? ঐশ্বর্য কি লুকচ্ছেন তাঁর বেবিবাম্প? দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি? না, একেবারেই নয়। তবে একবার ঐশ্বর্যের মেদযুক্ত শরীর দেখে অনেকেই এমন মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একের পর এক খবর।

ঝড়ের গতিতে যে ছবি ভাইরাল হতেও দেখা যা। তবে ঐশ্বর্য সেবার আর চুপ করে থাকেননি। অন্তঃসত্ত্বা খবরে জল ঢেলে সাফ জানিয়েছিলেন, তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। সেলেবদের মতো নিজেকে পরিচর্যা করা, স্লিম থাকার কোনও টার্গেট নয়। প্রতিটা সেলেবেরই একটা ব্যক্তি জীবন থাকে। কারও ইচ্ছে করে না সখ আল্লাদ জলে দিয়ে কড়া ডায়েট মেনে চলতে। শরীরের প্রয়োজনে হলে ঠিক আছে। কেবল ক্যামেরায় কেমন দেখাবে, তা ভেবে যাঁরা নিজেকে প্রতি মুহূর্তে কড়া চ্যালেঞ্জ দিয়ে চলেছেন, , ঐশ্বর্য রাই বচ্চন তাঁদের তালিকায় এই মুহূর্তে নেই।