‘আর আধ ঘণ্টা পরেই…’, অভিষেকের প্রসঙ্গ উঠতেই চোখ পাকিয়ে ঐশ্বর্য বললেন…

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Dec 10, 2024 | 8:04 PM

Abhishek-Aishwarya: বলিপাড়ায় তাঁদের নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জোরদার। তাঁরা হলেন বলিউডের প্রথম সারির তারকা দম্পতি। কথা হচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। তাঁদের ডিভের্স নিয়ে আলোচনা চলছে চারিদিকে। তবে সম্প্রতি তারকা জুটির নতুন ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা কিছুটা হলেও বন্ধ হয়েছে।

আর আধ ঘণ্টা পরেই..., অভিষেকের প্রসঙ্গ উঠতেই চোখ পাকিয়ে ঐশ্বর্য বললেন...

Follow Us

 

বলিপাড়ায় তাঁদের নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে জোরদার। তাঁরা হলেন বলিউডের প্রথম সারির তারকা দম্পতি। কথা হচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। তাঁদের ডিভের্স নিয়ে আলোচনা চলছে চারিদিকে। তবে সম্প্রতি তারকা জুটির নতুন ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা কিছুটা হলেও বন্ধ হয়েছে। তবে এই আলোচনায় খুবই ক্ষুব্ধ গোটা বচ্চন পরিবারও। অমিতাভের সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেই আন্দাজ করেছেন যে পুত্র এবং পুত্রবধূর সম্পর্কে এই রটনায় খুবই বিরক্ত হয়েছেন বিগবি। এরই মাঝে আবারও ছড়িয়ে পড়ল ঐশ্বর্যর পুরনো ভিডিয়ো। যেখানে অভিষেক প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি। তাঁকে রীতিমতো চোখ পাকিয়ে উত্তর দিলেন নায়িকা।

 

অনেক দিন আগের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চারিদিকে। সম্ভবত, কোনও একটি ছবির প্রচারের ভিডিয়োই ছড়িয়ে পড়েছিল এ দিন। কোনও এক সাংবাদিক সম্মেলনের ভিডিয়োই ছড়িয়ে পড়ে এ দিন। যেখানে নায়িকাকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক যে তিনি যে নিজের কাজে এতটাই ব্যস্ত, তিনি কি তাঁর স্বামীকে মিস করছেন? প্রশ্ন শুনেই বিরক্তি ধরা পড়ল নায়িকার চোখে মুখে। অভিনেত্রী বলে উঠলেন, “কী আর মিস করব। আপনাকে যা খুশি একটা প্রশ্ন করতেই হত। অভিনেত্রী বললেন আধ ঘণ্টা পরেই তো দেখা হবে। তাহলে কেন মিস করব?”

Next Article