এত কম টাকায় পোশাচ্ছে না? কাপুর পরিবারের সঙ্গে থাকতে পারলেন না আলিয়া

Bollywood Gossip: নীতু কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর, রাহা ঋদ্ধিমা, প্রত্যেকে মিলে এক সুখী পরিবার। অধিকাংশ সময়ই সকলকে একে অন্যের সঙ্গে দেখা যায়। তবে এবার পরিবারের পাশে থাকলেন না আলিয়া ভাট। তাও সেটা টাকার জন্যে?

এত কম টাকায় পোশাচ্ছে না? কাপুর পরিবারের সঙ্গে থাকতে পারলেন না আলিয়া
Follow Us:
| Updated on: Apr 01, 2024 | 1:30 PM

কাপুর পরিবার মানেই বাঘাবাঘা স্টার। এ বলে আমায় দেখা, ও বলে আমায়। তাঁদের রক্তে অভিনয়। রণবীর কাপুর হোক কিংবা করিনা কাপুর খান, বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করছেন তাঁরা। রণবীর কাপুরের পত্নী অর্থাৎ কাপুর পরিবারের পুত্রবধু আলিয়া ভাটও কম নন। মাত্র ১০ বছরের কেরিয়ারে তিনি জাতীয় পুরস্কার নিজের ঝুলিতে নিয়েছেন। নীতু কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর, রাহা ঋদ্ধিমা, প্রত্যেকে মিলে এক সুখী পরিবার। অধিকাংশ সময়ই সকলকে একে অন্যের সঙ্গে দেখা যায়। তবে এবার পরিবারের পাশে থাকলেন না আলিয়া ভাট। তাও সেটা টাকার জন্যে?

শুরু হচ্ছে দ্য কপিল শর্মা শো-এর নয়া সিজিন। যেখানে প্রথম এপিসোডেই রণবীর কাপুরের পরিবারকে উপস্থিত থাকতে দেখা যায়। তবে সেই তালিকায় ছিলেন না আলিয়া ভাট। সকলেই আড্ডার আসরে মাতলেন। তবে কোথায় আলিয়া ভাট? প্রশ্ন উঠতেই নানা জনের নানা মত। কেউ বলছেন পরিবারের সঙ্গে থাকছেন না আলিয়া ভাট। কেউ আবার লিখছেন একে অন্যের সঙ্গে সমীকরণ খুব একটা পোক্ত নয়। সত্যি কি ভাঙছে সম্পর্ক? একেবারেই নয়। টাইমস নাও-তে বেরনো এক রিপোর্ট অনুযায়ী টাকার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যে পরিমাণ টাকা আলিয়া চেয়েছিলেন, তা দিতে না পাড়ায় এই পর্বে উপস্থিত হননি তিনি। যদিও অপর শ্রেণির মত, এতে এটাও স্পষ্ট হয় যে তিনি ভবিষ্যতে নিশ্চয়ই উপস্থিত থাকবেন। এই সিজনের প্রথম পর্বই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিল। যা নিয়ে রীতিমত চর্চা তুঙ্গে।