আচমকাই দীপিকাকে একহাত অনুষ্কার! ‘বুঝতেই পারি না, কেন যে…’

Aug 31, 2024 | 9:21 PM

Anushka Sharma: সাতে পাঁচে থাকেন না অনুষ্কা শর্মা। সেই অনুষ্কাই যখন বিতর্কিত কিছু বলে বসেন তখন তা নিয়ে আলোচনা হবে না তা কী করে হয়? হঠাৎই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। আর সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে আচমকাই দীপিকা পাড়ুকোন ও অনুষ্কার শর্মাকে একহাত নিচ্ছেন অনুষ্কা।

আচমকাই দীপিকাকে একহাত অনুষ্কার! বুঝতেই পারি না, কেন যে...
আচমকাই দীপিকাকে একহাত অনুষ্কার!

Follow Us

সাতে পাঁচে থাকেন না অনুষ্কা শর্মা। সেই অনুষ্কাই যখন বিতর্কিত কিছু বলে বসেন তখন তা নিয়ে আলোচনা হবে না তা কী করে হয়? হঠাৎই ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। আর সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে আচমকাই দীপিকা পাড়ুকোন ও অনুষ্কার শর্মাকে একহাত নিচ্ছেন অনুষ্কা। নেপথ্যে অবশ্য ছিল সাংবাদিকের এক প্রশ্ন, যা শুনে কার্যতই রেগে গিয়েছিলেন বিরাট-পত্নী।

অনুষ্কাকে প্রশ্ন করা হয়, ‘সোনম (কাপুর) বা দীপিকা পাড়ুকোনের মতো তোমায় নিয়ে তো ইন্ডাস্ট্রিতে আলোচনা হয় না! কেন?” চুপ থাকেননি অনুষ্কা। বলে বসেন, “কী জানি, জানি না। তিন বছর পর পর তিনটে হিট দেওয়ার পরেও বুঝেতেই পারি না কেন যে আমাকে নিয়ে আলোচনা হয় না। তবে কী বলুন তো আমি খুশি। মানুষ আমার গুণের কদর করে। সেই কারণে আমাকে মনে রাখে। আমার পোশাক বা আমাকে নিয়ে তৈরি হওয়ার বিতর্কের জন্য মনে রাখে এমনটা নয়।”

যে সময় দাঁড়িয়ে অনুষ্কা এই মন্তব্য করেন সে সময় দীপিকার প্রেমজীবন নিয়ে চর্চা তুঙ্গে। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ। রণবীর সিংয়ের সঙ্গে প্রেম– ওদিকে আবার ভারতের প্রথম সারির ক্রিকেটারের সঙ্গেও জড়াচ্ছে নাম। সব মিলিয়ে প্রতিদিনই তাঁকে ঘিরে বেরিয়ে আসছে নতুন নতুন গসিপ। অন্যদিকে নিজেকে বরাবর ফ্যাশানিস্তা বলে দাবি করেছেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। এমনকি অভিনেত্রীদের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মস্করা করতেও ছাড়েননি। হাতে হিট না থাকলেও ফ্যাশনের জোরে খবরে থেকেছেন। সেই প্রসঙ্গই টেনে আনেন অনুষ্কা। প্রকাশ্যেই করে বসেন এমন মন্তব্য। তবে সে সব অনেক দিনের কথা। সন্তান জন্ম দেওয়ার পর থেকেই বলিউড থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন অনুষ্কা। দুই ছেলে মেয়ে আর স্বামী বিরাটকে নিয়ে অধিকাংশ সময় লন্ডনেই থাকেন তিনি।

Next Article