হটকারিতায় বিয়েই কাল! প্রথম স্ত্রীর জীবন নষ্ট করেন বিপাশার স্বামী করণ?

Controversy: বিশেষ করে তাঁর পরিবারের সদস্যদের। জেনিফারের বাবা-মা খুবই আঘাত পেয়েছিলেন মেয়ের সিদ্ধান্তে। কিন্তু কারও কথা না শুনে সহ-কর্মী অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন জেনিফার। এবং সেটাই হয়ে ওঠে তাঁর জীবনের কাল।

হটকারিতায় বিয়েই কাল! প্রথম স্ত্রীর জীবন নষ্ট করেন বিপাশার স্বামী করণ?

Feb 27, 2025 | 1:30 PM

২২ বছর বয়সে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী জেনিফার উইংগেট। ২৪ বছর বয়সে সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। এবং হতে চেয়েছিলেন এক সফল হাউজ়ওয়াইফ। এটা যে সময়ের কথা জেনিফার এক সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন মুম্বইয়ের বিনোদন জগতে। সে রকম একটি সময় বিয়ে করে হাউজ়ওয়াইফ হওয়ার তাঁর সিদ্ধান্ত নাড়িয়ে দিয়েছিল প্রত্যেককে। বিশেষ করে তাঁর পরিবারের সদস্যদের। জেনিফারের বাবা-মা খুবই আঘাত পেয়েছিলেন মেয়ের সিদ্ধান্তে। কিন্তু কারও কথা না শুনে সহ-কর্মী অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন জেনিফার। এবং সেটাই হয়ে ওঠে তাঁর জীবনের কাল।

এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, “যে কোনও উপায়েই হোক আমি এক হাউজ়ওয়াইফ হতে চেয়েছিলাম। এই সিদ্ধান্তে কাজ আসা বন্ধ হয়ে গিয়েছিল আমার। কিন্তু তাতে আমি বিচলিত হইনি। বিষয়টা মেনে নিয়েছিলাম।” খ্রিস্টান মতে করণকে বিয়ে করেছিলেন জেনিফার। সুখে-শান্তিতে সংসারও করেছিলেন তাঁরা। কিন্তু সেই বিয়ে ভেঙে যায় অচিরেই। ডিভোর্স হয়ে যায় করণ-জেনিফারের। ২০১২ সালে বিয়ে করেছিলেন এবং ২০১৪ সালেই আলাদা পথে হাঁটতে শুরু করেন দু’জনে।

বলি অন্দরে কান পাতলে শোনা যায়, তাড়াতাড়ি বিয়ে এবং সংসার করার বাসনায় হুট করেই করণকে বিয়ে করে ফেলেন জেনিফার। পরে নিজেদের ভুল বুঝতে পারেন দু’জনেই। জেনিফারের এক ঘনিষ্ঠ জানিয়েছেন, এটা একটা হটকারি বিয়ে ছিল। ভেঙে যাওয়ারই কথা ছিল। জেনিফারও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমরা দু’জনের কেউই বিয়ের মতো সিরিয়াস বিষয়কে নিয়ে চলার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু করণ চেষ্টা করলে হয়তো বিয়েটা ভাঙত না।”

পরবর্তীতে বারবারই নানা সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল জেনিফারের। কিন্তু তিনি চিরকালই নিজেকে ‘সিঙ্গল’ বলে এসেছেন। অন্যদিকে করণ সিং গ্রোভার মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করে সুখে সংসার করছেন। ২০২২ সালে জন্ম হয়েছে তাঁদের কন্যা সন্তান দেবীরও। করণের জীবন এখন পরিপূর্ণ।