সইফের অপারেশন থিয়েটারের ছবি ফাঁস, এত বড় ছুরি ছিল ভিতরে!

Jan 17, 2025 | 5:21 PM

Shocking Picture: বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় তাঁর। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য এল সামনে। সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে। 

সইফের অপারেশন থিয়েটারের ছবি ফাঁস, এত বড় ছুরি ছিল ভিতরে!

Follow Us

বুধবার মধ্যরাতে ভয়ানক হামলার মুখোমুখি পড়তে হয়েছিল সইফ আলি খানকে। বাড়িতেই লুকিয়ে ছিল চোর। ক্ষতবিক্ষত হয়েছিলেন সইফ আলি খান। ছুরির ভাঙা অংশ থেকে গিয়েছিল তাঁর পিঠে। গত ২৪ ঘণ্টায় একাধিকবার এই খবর শিরোনামে জায়গা করে নিয়েছে। এবার অপারেশন থিয়েটার থেকে ভাইরাল হল সেই ভাঙা ছুরির ছবি। দেখে শিউরে উঠছে নেটপাড়া। চোর সেদিন মধ্যরাতে সুযোগ বুঝে হামলা চালায় সইফের বাড়িতে। ঘাড়ে, হাতে, পিঠে ছয়বার কোপ মারা হয় তাঁকে। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় তাঁর। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য এল সামনে। সইফ-করিনার চার বছরের ছেলে জাহাঙ্গীরের ঘরে ঢুকেছিল হামলাকারী। দাবি করেছিল ১ কোটি টাকা! এমনটাই খবর পুলিশ সূত্রে।

দ্রুত সইফকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। সেখানে তাঁর মেরুদণ্ড, ঘাড় ও পেটে অস্ত্রোপচার করা হয়। মেরুদণ্ড থেকে ছুরির ভাঙা অংশ বার করা। রাখা হয় ICU-তে। অপারেশনের পর ডাক্তারের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতার মেরুদণ্ডে ছুরির আঘাত এতটাই গভীর ছিল যে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পর্যন্ত বেরিয়ে এসেছিল। যদিও বর্তমানে সইফ বিপদ মুক্তি।

তবে ডাক্তারের কথায় এই ফ্লুইড লিক ভয়ানক হতে পারে সইফের জন্যে। যা থেকে সংক্রমণ মস্তিষ্কে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফলে প্রাণ যাওয়ার সম্ভাবনাও থাকে কিছু কিছু ক্ষেত্রে। ফলে এই একটা বিষয় ডাক্তারদের বেজায় ভাবিয়ে তুলছে। এর পাশাপাশি শরীরে অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে, যেমন মাথা ব্যথা, নার্ভের সমস্যা কিংবা শরীরের কোনও অংশ অসার পর্যন্ত হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে অতিরিক্ত পরিশ্রম একেবারেই করা যাবে না। বিশ্রামেই মূলত থাকতে হবে সইফ আলি খানকে। সূত্রের খবর সইফকে ডাক্তারের পক্ষ থেকে এক মাসের বিশ্রামের নির্দেশ দেওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে কবে ছুটি মিলবে, সে বিষয় এখনও কোনও খবর সামনে আসেনি।

Next Article